ভার্সুয়াল ডিভাইস তৈরি করতে গেলে no system images installed for this target সমস্যা দেখালে বুঝতে হবে system images ইন্সটল করা হয় নি। system images ইন্সটল করার জন্য Android SDK ম্যানেজার ওপেন করে সিস্টেম ইমেজ ইন্সটল করে নিলেই এ সমস্যা সমাধান হবে।
Android Adt bundle যেখানে রয়েছে, সেখানে SDK Manager.exe নামে একটা ফাইল পাবেন। ঐটা ওপেন করুরলে নিচের মত SDK Manager ওপেন হবে। নিচের ইমেজের মত Intel x86 Atom System Image এর চেক বক্স সিলেক্ট করে ইনস্টল করতে হবে।
ইন্সটল হয়ে গেলে একবার Eclipse রিস্টার্ট করে নিতে হতে পারে।
1 thought on “অ্যান্ড্রয়েড AVD [ভার্সুয়াল ডিভাইস] তৈরিতে সমস্যা।”