অ্যান্ড্রয়েড ইমিলেটর তৈরিতে সমস্যা এবং সমাধান…

অ্যান্ড্রয়েড অ্যাপ টেস্টিং এর জন্য ইমিলেটর তৈরি করার সময় একটা কমন সমস্যা হচ্ছে OK  বাটন ডিসেবল হয়ে থাকা। এটার একটা কারণ হচ্ছে System Image ইন্সটল না থাকা।

 

android emulator creation

 

System Image ইন্সটল করার জন্য SDK ম্যানেজার ওপেন করে System Image সিলেক্ট করে ইন্সটল করে নিলেই হবে।

android system image

 

এর পর ও যদি কোণ সমস্যা হয়, তাহলে এখানে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব সমস্যা গুলোর সমাধান দেওয়ার 🙂

3 thoughts on “অ্যান্ড্রয়েড ইমিলেটর তৈরিতে সমস্যা এবং সমাধান…”

Leave a Reply