আমরা অনেকেই গুগুল ওয়েব এনালাইটিক্স, বিং ওয়েব এনালাইটিক্স এবং ইয়াহু এর ওয়েব এনালাইটিক্স এর সাথে পরিচিত। এগুলো দিয়ে কোন একটি ওয়েব সাইটের ভিজিটরের তথ্য সহ অন্যান্য তথ্য গুলো পাওয়া যায়। আর যারা ডেভলফার তারা হয়তো ঐ অল্প কিছু এনালাইটিক্যাল তথ্য দিয়ে সন্তুষ্ট না ও থাকতে পারেন। যদি আপনার সাইট সম্পর্কে বিস্তারতি তথ্য গুলো জানতে চান তাহলে আপনার সাইটের জন্য নিজের এনালাইটিক্স ইন্সটল করতে পারেন। piwik হচ্ছে একটি ওপেন সোর্স ওয়েব এনালাইটিক্স সফটওয়ার। যেটি দিয়ে আপনার সাইটের ভিজিটরের বিস্তারিত তথ্য গুলো পেতে পারেন। আর ইচ্ছে করলে নিজের মত করে সাজিয়েও নিতে পারেন তথ্য গুলো। ইউজার ইন্টারফেস গুগল ওয়েব এনালাইটিক্স থেকেও আরো সুন্দর এবং তথ্য সমৃদ্ধ।

Piwik ডাউনলোড করার জন্য ভিজিট করুনঃ http://piwik.org/
বলতে ভুলে গেছি। বোনাস হিসেবে একটা কিছু পাবেন। তা হচ্ছে সিকিউরিটি। কেউ যদি আপনার সাইটের কোন ক্ষতি করতে চায় তাহলে আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। মনে হয় না এধরনের সুবিধা কোন সাধারন এনালাইটিক্স এ পাবেন। তাই ব্যবহার করে দেখতে পারেন। ভালোই হবে।। এটা ফ্রী।
ভাই পোস্টটি দারুন হয়েছে প্লাগিন্টা সহ যদি দিতেন ভালো হত ।
এটা একটা ওয়েব সফটওয়ার CMS এর মত। http://piwik.org/ এখান থেকে ডাউনলোড করে আপনার সাইটের মধ্যে ইনস্টল করতে পারবেন।