অভ্যাস এবং অনুশীলন

কিছু কিছু জিনিস পড়ে পড়ে শেখা যায় না। প্র্যাকটিস করতে হয়। সাঁতার কেউ বই পড়ে শিখতে পারবে না। সাইকেল বা গাড়ি চালানোও কেউ কোন দিন বই পড়ে শিখতে পারে নাই। প্রোগ্রামিং ও একই রকম।

ভালো প্রোগ্রামার কিভাবে হওয়া যায়, ভালো কোড কিভাবে করতে হয় এসব শিখা যায় বই পড়ে। কিন্তু কম্পাইলারটা নিয়ে প্রোগ্রাম রান করে দেখার আগ পর্যন্ত সব কিছু রূপকথার গল্পের মত। অন্ধদের হাতি অনুভব করার মত।

নিজের জীবন থেকেই একটা উদাহরণ দেই। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এর উপর। এন্ড্রয়েডে এক একটা পেইজকে সাধারণত এক একটা এক্টিভিটি বলে। ঐ এক্টিভিটি সম্পর্কে একটু পড়তে গিয়েছি। তখন কিছুই বুঝি নি। On Create, On Start, On Resume এমন অনেক গুলো স্টেট। আগা মাথা কিছুই বুজতাম না। তারপরও অ্যাপ কিভাবে তৈরি করতে হয়, তা দেখে দেখে অ্যাপ তৈরি করা শুরু করলাম। এখন এসব কিছু পানির মত পরিষ্কার। পড়ার পড় না বুঝে যদি কঠিন মনে করে রেখে দিতাম, কোন দিন ও অ্যাপ তৈরি করা শেখা হতো না।

প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট এসব পড়তে গেলে কঠিন মনে হবে। কিন্তু প্র্যাকটিস করতে গেলে অনেক সহজ মনে হবে। যত বেশি প্র্যাকটিস করা হবে, জিনিস গুলো তত সহজ হবে। সাইকেল চালানোর মত। প্রথম দিকে এক্সিডেন্ট করে হাত পা কয়েকবার ছিলবে। এরপর হাত ছেড়েও সাইকেল চালানো যায়। কি আনন্দ!

Leave a Reply