আপনি যদি লিমিটেড ইন্টারনেট ব্যবহার করে থাকেন, আপনার একটা মেইল পাঠাতে হবে কিন্তু নেট এ আর ব্যান্ডউইথ থাকবে না, অথবা কয়েক দিনের জন্য ইন্টারনেট ছাড়া থাকতে হবে/ এমন সময় ইমেইল পাঠাবেন যখন আপনি পিসির সামনে বসে থাকবেনা তখন কি করবেন?
যদিও পিসি অনলাইনে থাকলে অনেক ভাবেই শিডিউল করে মেইল পাঠানো যায়, রয়েছে অনেক এড অন এবং সফটওয়ার। আপনি যদি পিসির সামনে না থাকেন কিন্তু পিসি অনলাইনে থাকে তাহলে boomeranggmail.com টি দেখতে পারেন। এটি ক্রোম ব্রাউজার এবং ফায়ার ফক্সের জন্য একটি এড অন। আর যাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিশ ইন্সটল করা আছে [আশা করি প্রায় সবার পিসিতে আছে] তারা মাইক্রোসফট আউটলুক দিয়ে মেইল শিডিউল করে পাঠাতে পারেন।
যদি আপনার পিসি ও অফলাইনে আপনি ও অফলাইনে থাকেন তাহলে lettermelater.com দেখতে পারেন। এ মেইল সার্ভিস দিয়ে আপনি ভবিশ্যতের জন্য মেইল শিডিউল করে রাখতে পারবেন। আর এখানে অন্যান্য অনেক গুলো সুবিদা পাবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। কাউকে জন্মদিন, বিবাহ বার্ষিকী, ভালোবাসা দিবস 😛 এ সহজেই এখন মেইল শিডিউল করে গিপ্ট কার্ড পাঠিয়ে দিতে পারবেন…
ধন্যবাদ সবাইকে।
জাকির হোসাইন।
বাসাবো ঢাকা।