আমার মামা আজ আমাকে বই থেকে স্ক্যান করা কয়েকটা ইমেজ পাঠিয়ে বলল এ গুলো থেকে টেক্সট গুলো বের করে দিতে যেন এডিট করতে পারে। হয়তো একটা এসাইনমেন্ট দিয়েছে স্যারেরা, বই থেকে তা লিখতে গেলে জামেলার কাজ, স্ক্যান করে ওয়ার্ডে পরিনত করে নিলেই তো সমস্যা মিটে যায়, এসাইনমেন্ট ও সহজেই কমপ্লিট হয়ে যায়। ABBYY OCR দিয়ে এ কাজ করা যায় কিন্তু ABBYY OCR অনেক বড় এবং পেইড সফট। এছাড়া আরো অনেক গুলো সফট আছে এ নিয়ে, সফট ইনস্টল করতে আলসেমী লাগার কারনে আমি গুগলে OCR লিখে সার্চ দেওয়াতে প্রথম পেইজেই onlineocr.net পেলাম। ভালো লাগল। রেজিস্ট্রেশনের জামেলা ও নেই। তার উপর JPG, JPEG, BMP, TIFF, GIF ফরমেট গুলো সাফোর্ট করে।

আমার কাছে ভালোই লাগল, এখন আর সফট ব্যবহার করতে ইচ্ছে করে না, লাইফটাই ব্রাউজারের উপর নির্ভরশীল হয়ে গেচ্ছে। স্যারেরা কোন এসাইনমেন্ট দিলে স্যারদেরকে ফাঁকি দিতে সুবিদা হবে 😛
একটাই সমস্যা বাংলা সাফোর্ট করে না। যদিও এখন ও ভালো কোন বাংলা OCR এর সন্ধান আমি পাই নি।। কেউ যদি পান আমাকে একটু জানাবেন 🙂 ধন্যবাদ সবাইকে 🙂
জাকির হোসাইন!
বাসাবো, ঢাকা
০২-০১-২০১২
বহুত ফায়দার একটি লেখা 😉
টেঙ্কু 🙂
আপনাকে ও টেঙ্কু 🙂
Thanks, dear………