জীবনে সফল হতে চাইলে কার সাথে আমরা মিশি, তা খুবি গুরুও্বপূর্ণ। আপনি যে পাঁচ জনের সাথে সবচেয়ে বেশি মিশবেন, আপনার আয় ঐ পাঁচ জনের আয়ের গড়ের সমান। যদিও আয় দিয়ে সফলতা পরিমাপ করা বোকামি। জ্ঞান খুবি গুরুও্বপূর্ণ। আপনার জ্ঞান ঐ পাঁচ জনের জ্ঞানের গড়ের সমান হবে।
আমরা একটা প্রবাদ বাক্য জানি, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার সঙ্গী যত ভালো হবে, আপনার ভালো হওয়ার সুযোগ তত বেশি। আপনার সঙ্গী যত খারাপ হবে, আপনি খারাপ হওয়ার সুযোগ তত বেশি। আপনার অবস্থা খারাপ হলে আপনার সঙ্গীই আপনাকে টেনে তুলতে পারে। অন্য কেউ এসে আপনাকে সাহায্য করবে না।
তাই বলে আপনি সব সময়ই সেরাদের সাথে চলবেন? না। এখানেই এসেছে ৩৩% নামে একটা রুল।
আপনি যাদের সাথে চলবেন তার ৩৩% হবে আপনার লেভেল থেকে একটু নিচের মানুষ গুলোর সাথে। এদের আপনি হেল্প করবেন। আপনার জ্ঞান দিয়ে। মেন্টরিং করে। এদের সাথে আপনি চললে কনফিডেন্স পাবেন। জ্ঞান শেয়ার করলে কমে না, বাড়ে।
এরপরের ৩৩% মেলামেশা হবে আপনার লেভেলের। এদের সাথে আপনার উঠা বসা হবে। এরা আপনার বন্ধুর মত। শেয়ারিং কেয়ারিং ইত্যাদি এদের সাথে হবে।
এরপরের ৩৩% মেলামেশা হবে আপনার লেভেল থেকে উপরের মানুষ গুলোর সাথে। এদের সাথে মিশতে গেলে আপনার খুবি আনকম্পোর্টেবল ফীল হবে। এই আনকম্পোর্টেবলের দরকার আছে। এদের সাথে মিশতে গেলে মনে হবে আপনি কত কমই না জানেন। জানার কত কিছুই আছে এখনো। কত কিছুই করার আছে এখনো। এদের জ্ঞান আপনার খুবি কাজে লাগবে। এদের মেন্টরিং আপনার উন্নতিতে সাহায্য করবে। হয়তো এদের সবাই মিশতে চাইবে না আপনার সাথে, তাদের সময় হবে না। যদি সুযোগ হয় মেশার, তা কাজে লাগাবেন।
নিজে যা জানি, সবার সাথে শেয়ার করি। কারো থেকে হেল্প নিলে তাকেই যে হেল্প করতে হবে এমন না। অন্য কাউকে হেল্প করি। যে আমাকে হেল্প করে, আমার হেল্প তার না ও লাগতে পারে। অন্য কাউকে হেল্প করি, আমার হেল্প যার দরকার।
সফল হওয়া নিজের জন্য। নিজ সফলতা কেউ কেয়ার ও করবে না। কিন্তু কাউকে হেল্প করলে সবাই মনে রাখবে। এটাও এক ধরণের সফলতা। সফল হই, সব দিক থেকে। শুভ কামনা। সবার জন্য।
ভালো ছিল জাকির ভাই 🙂 বাই দা ওয়ে, এতো গেলো ৯৯%। বাকি ১% কই!
ইনস্পায়ার্ড হলাম ভাই। ধন্যবাদ। আপনার কাছে আরো এমন লেখা চাই।