পৃথিবীকে ভালোবাসা হীন মনে হচ্ছে। মা অনেক দূরে; আমার কষ্টের কথা চিন্তা করে শুধু কান্না করে। মায়েদের আর কি ই বা করার আছে বা করতে পারে? মাকে শুনিয়ে চিৎকার করে আমার বলতে ইচ্ছে করে মা গো কত ভালোবাসি তোমায়। আমি তোমাকে ভালোবাসি মা। আমার জন্য চিন্তা করতে হবে না। আমি এখন বড় হয়েছি। অনেক বড়। এ স্বার্থপর পৃথিবীতে আমি এখন নিজেকে খাপখাওয়ানোর জন্য তৈরি হচ্ছি মা। আমার জন্য চিন্তা করে তোমার অসুখ আর বাড়িও না। তোমার এমনি তেই প্রেসার আছে। তার উপর আমার জন্য চিন্তা করলে তো তুমি প্রেসার বেড়ে মারা যাবে। তখন আমি কাকে মা বলে ডাকব? মা গো। আর কান্না করবা না আমার জন্য। আমি এখন অনেক বড় হয়েছি মা।
মা তো অনেক কিছু সহ্য করতে পারে। কিন্তু আমি পারি না। কারন কি? অনেক দিন মাকে দেখা হয় না। মন চায় মায়ের সাথে অনেক কথা বলি। কিন্তু বলা হয় না। মাগো। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার পাপী ছেলে। দোয়া কর আমার জন্য, যেন আমি অনেক বড় হই। তোমাকে অনেক ভালোবাসতে পারি।
Valo laglo…
🙂