ফ্রিল্যান্সিং কি এবং শুরু করার জন্য গাইড লাইন

ফ্রিল্যান্সিং কি ও এ বিষয়ক কয়েকটি ছোট খাট প্রশ্নের উত্তর নিয়ে আমার এই পোস্ট। যে কয়েকটি প্রশ্ন ফ্রিল্যান্সিং শুরুর আগে যে কারো মনে উঁকি দিতে পারে।  আসল কথা হচ্ছে আমি ফ্রিল্যান্স নিয়ে কয়েকটি পোস্ট করার পর এ প্রশ্ন গুলোর সম্মুক্ষীন হয়েছি। অনেকেই প্রশ্ন গুলো করেছেন। সে থেকে চিন্তা আসল সব গুলো প্রশ্ন একত্র করে একটা পোস্ট করার, যেন যারা আমার সাথে যোগাযোগ করতে পারে না তারাও উপকৃত হতে পারে।  প্রশ্ন গুলোর একটি লিস্ট করে ফেলি তার আগেঃ

  • ফ্রিল্যান্সিং কেন করব?
  • ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায়?
  • আমি কোন কাজ পারি না, আমি কিভাবে freelancing করব?
  • ফ্রিল্যান্সিং নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি কি করব?
  • আমার কি কি শিখা উচিত?
  • আমি কোন সাইটে কাজ করা শুরু করব?
  • আমি কিভাবে freelancing শুরু করব।
  • আমি মোটামুটি কাজ পারি, কিন্তু কি করব বুঝতে পারছি না।
  • আমি কাজ পারি, বিড করে যাচ্ছি কিন্তু কাজ পাচ্ছি না।
  • কভার লেটার লেখার নিয়ম
  • টাকা কিভাবে পাবো?

ফ্রিল্যান্সিং কি

স্বল্প সময়ের জন্য চুক্তি করে যেকোনোকাজ করে দেওয়া হচ্ছে ফ্রিল্যান্সিং। এই চুক্তি হতে পারে ঘণ্টা ভিত্তিক, দিন ভিত্তিক, মাস ভিত্তিক অথবা প্রজেক্ট ভিত্তিক। বাসায় কোন সমস্যা হলে আমরা যে মিস্ত্রি ডেকে আনি, তারাও ফ্রিল্যান্সার। স্বল্প সময়ের জন্য যে আইনজীবীকে হায়ার করি, তারাও ফ্রিল্যান্সার। তাদের এই কাজগুলোকেও ফ্রিল্যান্সিং বলা যায়। সাধারণত ফ্রিল্যান্সিং বলতে কোন একটা কোম্পানি বা কোন একজন ব্যক্তির অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে বুঝায়।

তবে আমরা বর্তমানে কম্পিউটারের মাধ্যমে কোন প্রজেক্ট কাজ করাকে ফ্রিল্যান্সিং হিসেবে বুঝে থাকি। বর্তমানে বলা যায় প্রায় সব ধরনের কাজই কম্পিউটারের মাধ্যমে করা যায়। যেমন সফটওয়ার বা ওয়েব ডেভেলপেমেন্ট, ডিজাইনিং, মার্কেটিং, লেখালেখি, কনসালটেন্সিসহ হাজার রকমের কাজ রয়েছে, যেগুলো অনলাইনে ফ্রিল্যান্সিং হিসেবে করা যায়।

ফ্রিল্যান্সিং কেন করব।

আপনার যদি স্বাধীনতা পছন্দ হয়, নিজ বাসায় বা যে কোন স্থান থেকে কাজ করতে ভালো লাগে, তাহলে freelancing করতে পারেন। ফ্রিল্যান্সিং কেন করবেন, তা নিয়ে বিস্তারিত একটি লেখা লিখেছি। চাকরি করা ছাড়াও সুন্দর আয় করা, স্বাধীন জীবন এবং অন্যান্য।

ফ্রিল্যান্সাররা কেমন আয় করে

একজন ফ্রিল্যান্সার কেমন আয় করতে পারে, তা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন স্কিল সেট, এক্সপেরিয়েন্স, কত সময় কাজ করছে ইত্যাদি। যেমন একজন ডেটা এন্ট্রি অপারেটর থেকে একজন অনলাইন মার্কেটার বেশি আয় করবে। এটাই স্বাভাবিক। কারণ ডেটা এন্ট্রি অপারেটর থেকে একজন অনলাইন মার্কেটারের স্কিল সেট বেশি ও মূল্যবান।

আপওয়ার্কে বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী একজন ফ্রিল্যান্সার এভারেজ কেমন ইনকাম করে, তা দেখলে আমরা একটা আইডিয়া পেতে পারি।

  • লেখক: একজন লেখক প্রতি ঘণ্টায় এভারেজ 30-40 ডলার আয় করেন। বাৎসরিক প্রায় 42,000 ডলার আয় করে থাকেন।
  • এডিটর: একজন এডিটর প্রতি ঘণ্টায় এভারেজ 25-35 ডলার আয় করেন। বাৎসরিক প্রায় 40,000 ডলার আয় করে থাকেন।
  • প্রোগ্রামার: একজন প্রোগ্রামার প্রতি ঘণ্টায় এভারেজ 60-70 ডলার আয় করেন। বাৎসরিক প্রায় 120,000 ডলার আয় করে থাকেন।
  • ডেভেলপার (সফটওয়ার, মোবাইল, ওয়েব): একজন ডেভেলপার প্রতি ঘণ্টায় এভারেজ 50-60 ডলার আয় করেন। বছরে প্রায় 100,000 ডলার আয় করে থাকেন।
  • গ্রাফিক্স ডিজাইনার: একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি ঘণ্টায় এভারেজ 40-45 ডলার আয় করেন। বাৎসরিক প্রায় 90,000 ডলার আয় করেন।
  • অনলাইন মার্কেটার: একজন অনলাইন মার্কেটার প্রতি ঘণ্টায় এভারেজ 50-60 ডলার আয় করেন। বাৎসরিক প্রায় 100,000 ডলার আয় করেন।
  • ফটোগ্রাফার: একজন ফটোগ্রাফার প্রতি ঘণ্টায় এভারেজ 35-45 ডলার আয় করেন। বাৎসরিক প্রায় 42,000 ডলার আয় করেন।
  • CRM ম্যানেজার: একজন CRM ম্যানেজার (Customer Relations Manager) প্রতি ঘণ্টায় এভারেজ 50-60 ডলার আয় করেন। বাৎসরিক সাধারণত প্রায় 120,000 ডলার আয় করেন।
  • ডেটা এনালিস্ট: একজন ডেটা এনালিস্ট প্রতি ঘণ্টায় এভারেজ 55-65 ডলার আয় করেন। বাৎসরিক সাধারণত প্রায় 100,000 ডলার আয় করেন।

উপরে কয়েকটা কমন স্কিলের আর্নিং সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। এই ডেটা গুলো আপওয়ার্কের অফিশিয়াল ব্লগ পোস্ট থেকে নেওয়া। এগুলো হচ্ছে এভারেজ ফ্রিল্যান্সারদের তথ্য। কিছু ফ্রিল্যান্সার এর থেকে বেশি আয় করে। আবার কিছু ফ্রিল্যান্সার এর থেকে কম আয় করে। মূল লক্ষ্য ছিল ফ্রিল্যানিং করে কেমন আয় করা যায়, তা দেখানো। আমার ধারণা উপরের ডেটা থেকে অনলাইন আর্নিং সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়েছে।

 এবার লিখব ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায় তা নিয়ে।

কম্পিউটারের মাধ্যমে যে কাজগুলো করা যায়, তা যত সহজ হোক বা কঠিন, সবই একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি করতে পারবেন। একদম সহজ থেকে শুরু করিঃ
  • ডেটা এন্ট্রি
  • কাস্টোমার সাপোর্ট
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  • লেখালেখি বা প্রুপ রিডিং
  • ট্রান্সলেশন 
  • ভয়েস দেওয়া এবং এডিটিং
  • ভিডিও এডিটিং
  • ছবি তোলা বা ছবি এডিটিং
  • ডিজাইনিং
  • ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপ্রেরিয়েন্স ডিজাইন
  • অ্যাকাউন্টিং রিলেটেড যেকোনো কাজ
  • মাইক্রোসফট অফিসের যে কোন কাজ
  • গেম ডেভেলপমেন্ট
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট
  • ওয়েবসাইট ডেভেলপমেন্ট
  • মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
  • যেকোনো প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট সম্পর্কিত কাজ
  • ডেটা এনালাইসিস
  • ডেটা ভিজুয়ালাইজেশন
  • মেশিন লার্নিং
  • ইন্টিলিজেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট সহ আরো অনেক। 
 নিচে আপওয়ার্কে  কি কি জব পাওয়া যায় তার একটা স্কিনসর্ট। ছবির উপর ক্লিক করলে বড় করে দেখা যাবে।
আপওয়ার্কে ফ্রিল্যান্সিং এর কাজ গুলো
আপওয়ার্কে ফ্রিল্যান্সিং এর কাজ গুলো

প্রতিটা ক্যাটেগরির মধ্যেই অনেক গুলো সাব ক্যাটেগরি রয়েছে। যেমন Web, Mobile, and Software Development ক্যাটেগরির মধ্যে দেখুন কত ধরনের জব রয়েছেঃ

 

ওয়েব, মোবাইল এবং সফটওয়ার ডেভেলপমেন্ট রিলেটেড কাজ
ওয়েব, মোবাইল এবং সফটওয়ার ডেভেলপমেন্ট রিলেটেড কাজ

এগুলো দেখে একটা ধারনা নেওয়া যাবে অনলাইনে কি কি কাজ পাওয়া যায়, কি ধরনের কাজ পাওয়া যায়। আপনি যদি উপরের যে কোন একটি কাজও পারেন, তাহলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন। যদিও এ গুলো ছাড়াও আরো অনেক ধরনের কাজ অনলাইনে রয়েছে। আপনাকে তা খুজে নিতে হবে। আপনি যদি এ কাজ গুলোর একটিও ভালো মত না পারেন, তাহলে আপনার কাছে যে বিষয়টা  ভালো লাগে এমন একটা কাজ শিখে নিতে পারেন। তারপর আপনি কাজ শুরু করতে পারেন। কাজ শিখে নিতে বেশি সময় লাগবে না। ভয় পেলে বা শুরু না করলে কিভাবে শিখবেন? আজকের দিনটি  আপনার প্রিয় বিষয়টি শেখা শুরু করার জন্য কি একটি ভালো দিন নয়?

আমি কোন কাজ পারি না, আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব?

কোন কাজ না জানলে শিখে নিন। যে কোন কিছুই শিখতে পারেন। বা উপরের স্কিনশর্ট থেকে দেখে যে সব বিষয় ভালো লাগে, সে গুলো নিয়ে পড়ালেখা করতে পারেন। এ লেখাটি দেখতে পারেনঃ

একটা কথা কি, মানুষ যা নিয়ে ঘটাঘাটি করে সে দিকেই এক্সপার্ট হয়। কেউ প্রথম দিন ই সফল হয় না। আপনি যদি আজ থেকেই ফ্রিল্যান্সিং শুরু করেন তাহলে আজই না হোক কাল বা এক মাস পর অথবা এক বছর পর এক জন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে গিয়ে ধোঁকা খান তাহলে আগামি কাল আপনি ঐসব দিক এড়িয়ে ভালো দিকে যেতে পারবেন। আপনি যদি প্রথাগত চাকরি করতে না চান, তাহলে আজ থেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা শুরু করুন। এখানে কাজের অভাব নেই। বিষয়ের ও অভাব নেই। আপনি সহযেই আপনার পছন্দের বিষয় নির্বাচন করে সামনে এগুতে পারবেন। অথবা একটা বিষয় নির্বাচন করলেন। তার পর দেখলেন আপনার ভালো লাগে না, আপনি সহজেই অন্য বিষয়ে পরিবর্তন করতে পারবেন। তবে একটা বিষয় কে নির্বাচিত করে সামনে এগুলে ভালো। একটা বিষয় নিয়ে যে যত ঘাটবে সে তত ঐ বিষয় নিয়ে দক্ষ হতে পারবে। সংক্ষেপে বলতে গেলে, আপনি যদি গ্রাফিক্সের কাজ জেনে থাকেন তাহলে চেষ্টা করবেন সব সময় গ্রাফিক্স রিলেটেড কাজ করার জন্য। দক্ষ মানুষের স্থান সব সময়েই উপরের দিকে, এবার তা যে বিষয়েই হোক না কেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এক জন ফ্রিল্যান্সারকে এক সাথে অনেক কিছুর কাজ করতে হয়। সাজতে হয় ওয়ান ম্যান আর্মি। যাই করুন না কেন, আপনার লক্ষ্য কিন্তু স্থির রাখতে হবে।

স্কিল স্কিল!

অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য স্কিলের বিকল্প নেই। ফ্রিল্যান্সিং অন্য সব জবের মতই। আপনার যদি স্কিল না থাকে, কেউ আপনাকে জব দিবে না। তাই সবার আগে স্কিল ডেভেলপমেন্টে সময় দিন।

ফ্রিল্যান্সিং এর জন্য আমার কি কি শিখা উচিত?

আগে যে কোন একটা বিষয়ে দক্ষ হতে হবে। এরপর? এরপর অনলাইন মার্কেটপ্লেস গুলতে একটু সময় দিতে হবে। ঘাটাঘাটি করতে হবে। যারা অনেক দিন থেকে কাজ করে, তাদের প্রোফাইল দেখতে হবে। তাদের প্রোফাইল দেকে তাদের প্রোফাইলের মত নিজের প্রোফাইল সাজাতে হবে। এবং ইংরেজীতে একটু দক্ষ হতে হবে। এমন না যে ফ্লুয়েন্টলি আপনাকে কথা বলতে হবে বা লিখতে হবে। অন্তত একটি জব পোস্ট পড়ে কি কি করতে বলছে, কি কি করতে হবে এবং ক্লায়েন্টের সাথে কথা বলার মত ইংরেজী জ্ঞান থাকতে হবে।

 

কোন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করা শুরু করব?

আপনি যদি কিছু কাজ জানেন, তাহলে নিচের যেকোন একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খুলুন। একাউন্ট খুলে ঐ মার্কেটপ্লেস সম্পর্কে আগে ভালো করে জানুন। প্রত্যেকটা মার্কেটপ্লেস এ নিজের প্রোফাইল সাজাতে হয়। প্রোফাইলে নিজে কি কি কাজ পারি তা যুক্ত করতে হয়। নিজে যেটা পারি, সেটা সত্যি পারি কিনা, তা জন্য অনলাইন পরীক্ষা দিতে হয়। এসব করতে পারলে বুঝতে পারবেন আপনি কাজ করার জন্য উপযুক্ত। এরপর কাজ পাওয়ার জন্য, কাজ করার জন্য বিড করতে থাকুন। যে কাজটি পারবেন বলে মনে হয় তাতে বিড করুন। ক্লায়েন্টকে সুন্দর একটা মেসেজ দিন। কাজ পেতে বেশি সময় লাগবে না। আমি এখানে কিছু মার্কেটপ্লেসের লিঙ্ক দিচ্ছি। এর বাহিরে আরো অনেক গুলো মার্কেটপ্লেস রয়েছে।

 

মোটামুটি কাজ পারি, কিন্তু ফ্রিল্যান্সিং কিভাবে করব বুঝতে পারছি না।।

কাজের জন্য বিড করুন, নিয়মিত করবেন। যে কাজটা আপনি পারবেন বলে আপনি কনফিডেন্ট। যদি না পারেন, তাহলে বিড করার পূর্বে আগে গুগলে সার্চ করে ঐ কাজটি সম্পর্কে আইডিয়া নিন। আপনি শিখে নিতে পারেন। এভাবে শিখতে শিখতে এক্সপার্ট হয়ে যেতে পারবেন। সুন্দর করে যদি আপনি জবের জন্য এপ্লিকেশন করার সময় মেসেজ দিয়ে থাকেন, কেন আপনি কাজটা করতে চান, কিভাবে আপনি কাজটা সম্পুর্ণ করবেন, তা বুঝিয়ে দিলে একটা না একটা এপলিকেশনের রিপ্লাই পাবেনই। আর রিপ্লাতে সাধারনত জিজ্ঞেস করা হয় কখন কাজটি আপনি শুরু করতে পারবেন, কত দিন সময় লাগবে ইত্যাদি। এগুলো সুন্দর মত বুঝিয়ে দিলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে।

 প্রপোজাল লেটার বা কভার লেটার লেখার নিয়ম

আপনি যদি নিয়মিত বিড করে থাকেন, তারপর ও কোন কাজ না পান তাহলে আপনার কভার লেটার টা একটু অন্যরকম ভাবে লেখার চেষ্টা করুন। ক্লায়নেটের জাগায় আপনাকে চিন্তা করুন। কিভাবে একজন এপ্লাই করলে আপনি তাকে হারায় করতেন। আশাকরি কাজ হবে।   সবাই চায় অভিজ্ঞতা। আপনার কভার লেটারে আপনি নিজে শেখার সময় যে কাজ গুলো করেছেন, সেগুলো দিতে পারেন।
কভার লেখার নিয়ম বলতে আসলে কিছু না। বিশাল একটা মেসেজের থেকে সিম্পল, সরাসরি কাজের কথা দিয়ে কভার লেটার লিখলে সহজেই ক্লায়েন্টের আকর্ষন পাওয়া যায়। জব পোস্টটি পড়বেন, এরপর ক্লায়েন্ট কি কোন প্রশ্ন করেছে কিনা, সে গুলো কভার লেটারে উল্ল্যেখ করবেন। আপনার কোন প্রশ্ন আছে কিনা, সে প্রশ্ন করবেন। আপনি কিভাবে কাজটি সম্পুর্ণ করবেন তা লিখবেন। কেন আপনি জবটি কমপ্লিট করতে পারবেন, তা লিখবেন। এভাবেই পারফেক্ট কভার লেটার লিখে ফেলতে পারবেন।। অন্য কাউকে ফলো না করে নিজের মনের থেকে যেটা লিখতে ইচ্ছে করবে তাই লিখবেন কভার লেটারে।
কাজ না করলে অভিজ্ঞতা কিভাবে হবে তাই না? যদি প্রথমে কেউই কাজ দিতে না চায়, তাহলে ফ্রী কাজ করার চেষ্টা করুন। নিচের লেখাটা দয়া করে পড়ুন।

ফ্রিল্যান্সিং করে টাকা কিভাবে পাবো?

আশা করি আপনি কাজ পাবেন। যদি কাজ না পান, তাহলে হতাশ হবে না। নতুন কিছু শেখার চেষ্টা করুন নিয়মিত। কাজ পান নাই বলে বসে থাকার কোন মানে হয় না। আর কাজ পেলে কাজ কমপ্লিট করার পর আপনার একাউন্টে টাকা জমা হবে। বাংলাদেশে এখন অনেক ভাবেই বৈধ ভাবে ফ্রিল্যান্সারদের ইনকামের টাকা আনা যায়। বড় বড় সাইট গুলো থেকে সরাসরি ব্যাংকে টাকা আনা যায়। এ ছাড়া রয়েছে পেওনিয়ার, ওয়াইজ ইত্যাদি। এসব ব্যবহার করেও আপনি সরাসরি টাকা আনতে পারবেন।  ফ্রিল্যান্স ওয়েব সাইট গুলো থেকে থেকে আপনি ব্যাঙ্কে ট্রন্সফার করতে পারবেন।  আপওয়ার্ক, ইল্যান্স ইত্যাদি ব্যাঙ্ক সাফোর্ট করে। অন্যান্য মার্কেটপ্লেস থেকে আপনি ওয়াইজ, পেওনিয়ার বা এমন কোন সিস্টেমে টাকা আনতে পারবেন। টাকা রুজি করলে দেখবেন হাতে আসার অনেক গুলো পথ পেয়ে যাবেন। কিভাবে টাকা হাতে পাবেন, সে চিন্তা আপাতত না করলেও হবে। সবার আগে কিভাবে একটি জব কমপ্লিট করতে পারবেন, তা নিয়ে কাজ করতে থাকুন। কাজ কমপ্লিট করার পর টাকা ক্লায়েন্ট রিলিজ দেওয়ার পর আপনার মার্কেটপ্লেসের একাউণ্টে জমা হবে। এবং ঐখান থেকে সহজেই অনেক গুলো পথে আপনার নিজের হাতে টাকা নিয়ে আসতে পারবেন। পেপাল নেই, বা আপনার কার্ড নেই, এসব নিয়ে এখন চিন্তা না করলে হবে। এবং এসব নেই বলে কাজ করা বন্ধ করার কোন মানে হয় না।
টাকা হাতে আনার জন্য আপনি মাস্টারকার্ডও ব্যবহার করতে পারেন। আপনাকে কার্ড দিবে। আপনি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার  থেকে কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং বাংলাদেশের যে কোন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। কার্ডের জন্য ফ্রী আবেদন করার জন্য পেওনিয়ারের সাইটে গিয়ে সাইন আপ করুন। নাম, ঠিকানা, ইমেইল, ইত্যাদি দেওয়ার সম একটু নির্ভুল ভাবে দেওয়ার চেষ্টা করুন। এর পর আপনার ঠিকানায় কার্ড চলে আসবে। ফ্রি কার্ড। পরে যে কোন সময় কার্ডে টাকা ট্রান্সফার করে একটিভ করতে পারবেন। আর একটিভ করার পর আপনি যে কোন মার্কেটপ্লেসে কার্ড যুক্ত করে কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন।

টাকা কি সত্যিই পাবো?

জ্বি, যে কোন কাজ সম্পুর্ণ করলে সত্যিই টাকা পাবেন।
দোয়া করি আপনার ফ্রিল্যান্সিং জীবন অনেক সুন্দর হোক।
ফ্রিল্যান্সিং কিভাবে করবেন, কিভাবে স্কিল ডেভেলপ করবেন, কিভাবে প্রোফাইল সাজাবেন এসব নিয়ে বিস্তারিত একটা বই লিখেছি। এছাড়া বইতে যোগ করা হয়েছে নিজ নিজ ফিল্ডে দক্ষ পাঁচজন ফ্রিল্যান্সারের অভিজ্ঞতা এবং পরামর্শ। যা থেকে আপনি নিজে কিভাবে শুরু করবেন, এসব ধারণা পাওয়া যাবে।  ফ্রিল্যান্সিং ও রিমোট জব বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে।
ফ্রিল্যান্সিং ও রিমোট জব বই
ফ্রিল্যান্সিং ও রিমোট জব বই
এ সম্পর্কিত আরো কিছু লেখাঃ

85 thoughts on “ফ্রিল্যান্সিং কি এবং শুরু করার জন্য গাইড লাইন”

  1. খুব ভাল লাগল।আমি freelancinনিয়ে খুবexcited.butআমারproblm টা আলাদা।family problmবলতে পারেন।আমিenglishএ ভাল।সে কারনে করতে চায়।butআমার বাবামাcomputerদিতে চাননা।তারা বড় অফিসার বানাতে চান।butআমাকে এটা ভাল লাগেনা।i wish i were a freelancer!i wanna make a freelancing life..but my parents don’t think about that…they don’t belive it,

    Reply
    • অফিসার হোন আর যাই হোন সবার আগে তো কম্পিউটার দরকার।
      ফ্রীল্যান্সিং করলে করবেন না করলে সমস্যা নেই। কম্পিউটার ব্যবহার না করা আর ১০০০ বছর পিছিয়ে থাকার মধ্যে আমি কোন পার্থক্য দেখি না। আপনার আব্বু আম্মুকে বুঝিয়ে বলুন কম্পিউটারের কথা।
      তারপর সব কিছু শিখার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কি করবেন।

    • কামাল ভাই আমি নতুন তাই আমার এ সর্ম্পক কোনো বিষয় জানা আমি তা করতে চাই কিন্তু আমি কিছু বুঝি না কি ভাবে করব তা একটু বলবেন ভাই

  2. jakir vhaia ami apnar sate fb te chat koreci…odsk a account khulesi bt profile somporke kicu bujte cina ki j kori?vhai pls help

    Reply
  3. জাকির ভাই, আমার freelancer হবার খুব খুব ইচ্ছা ! আমি অনেক দিন আগে oDesk এ একটা অ্যাকাউন্ট খুলি সেই অ্যাকাউন্ট টা ৭০% মত হইচে কিন্ততু তারপর টেস্ট চাই যা আমি পারি না ! আর আমার প্রোফাইল ১০০% হচ্ছে না ! এখন আমি কি করবো ? কি ভাবে আমি শুরু করবো ভাই ???? দয়া করে আমাকে একটু পরামর্শ দিলে খুব উপকার পেতাম ভাই ।

    Reply
  4. ভাই আমি 6 মাস আগে ওডেকসে একাউনট খুলেছি। আমার পরফাইল75% পরযনত কমপিলিট কিনতু 100% করা যাচছে না। চেসটা করে না পেরে আসা ছেরে দিয়েছিলাম। আজ আপনার Blogটি পরে আসার সনচয় হল। এখন কি করলে 100% হবে বা 100% না করেও কি বিড করা যাবে। জানালে উপকৃত হব…

    Reply
  5. onek din pore abaro Onek Inspire Pelam , IN SHA ALLAH akhon theke valo vabe shuru korbo kaj shikha .
    Onek dhonnobad jakir vai apnake ,abong onek gugutto purno post ata notun & hotash manusder jonne.

    Reply
  6. ধন্যবাদ,
    আপনার সাহায্যের জ এড্ড্রেস / এফবি এড্ড্রেস দিলে উপকৃত ও খুশি হতাম.

    Reply
  7. জাকির স্যার আমি বাপ্পি। আমি শুরু করতে চাচ্ছি। তবে আমাকে প্রথমে একটা মার্কেট প্লেসে এ্যাকাউন্ট খুলতে হবে। এটাই তো?
    স্যার আর একটা বিষয়, বিড করা ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিবেন। please sir

    Reply
    • জ্বি, প্রথমে মার্কেটপ্লেসে একাউন্ট খুলতে হবে।

      বিড করার ব্যপারটা হচ্ছে একটা মেজেস লেখা। আপনি কিভাবে কাজটি করবেন, আপনি কাজটি কত দিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন, ইত্যাদি।

  8. ঠিক সময়ে আমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছি। অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 🙂

    Reply
  9. জাকির ভাইয়া অামার অনেক দিনের ইচ্ছা যে অামি freelancer এ কাজ করব।কিন্তু অামার কোন কম্পিউটার নাই।এটা কি ফোনে কাজ করা যায়।

    Reply
  10. ধন্যবাদ জাকির ভাই পোষ্টটি পড়ে খুব ভাল লাগল।ঠিক সময়ে আমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছি। অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

    Reply
  11. আমি ফ্রিল্যান্সিং করতে খুবিই আগ্রহী, আমি গ্রাফিক্স ডিজাইনিং জানি কিন্তু কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করব তা বুঝতে পারছি না। আমার ভিতর এখন ফ্রিল্যান্সিং নিয়ে হতাশা কাজ করছে। আমি এ ব্যাপারে আরো কোর্স করতে চাই কিন্তু কাউকে পাচ্ছি না।

    Reply
  12. আপনার এই সাইটটি পড়ে আমার মনে হচ্ছে আমি কিছু জানতে পেরেছি।

    Reply
  13. ভাই আমি একদম নতুন। আমি কিভাবে এই কাজটি করতে পারি আমাকে কি একটু বলবেন।

    Reply
  14. Hello Zakir,

    Thanks for sharing this article with us. I work at Tamal Anwar’s Academy in Habiganj, Sylhet. We teach how to make website using WordPress and HTML/CSS. I hope you will visit us in Habiganj and observe our work and progress.

    Wish you all the very best for your journey ahead.
    Bye
    Hac

    Reply
  15. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ। আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    Reply
  16. bujta parina ki vba agabo??? ak fika versityr pressure xm to legei thake,,,,programming practise korar time paina,ak dika bare tek pressure result valo korta hobe,,tek tek onk depression a vugta hoy,,,apnar suggest gulo suna onk valo lglo,,,but ami amr target a ki vabe agabo bujta parina ,

    Reply
  17. বিভিন্ন ব্যাক্তি বা প্রতিস্টান টাকার বিনিময়ে কাজ শিখাতে চান। এরা কি সত্যি ই কাজ শেখায় নাকি পুরাটাই ভূয়া। এ ব্যাপারে জানা থাকলে অনুগ্রহ করে আমাকে একটু জানান। ধন্যবাদ

    Reply
  18. আমার বাবা মা বোন চায় আমি এই লাইনে যুক্ত হই, সবাই যথেষ্ট সমর্থন দিচ্ছে। কিন্তু প্রব্লেম আমি নিজেই। আমি এখন রিসেন্টলি অনার্স শেষ করেছি আর আমি কম্পিউটার চালানো শিকেছি ক্লাস ৩ তে থাকতেই, সেই ১৯৯৮ এ। নিজের পিসি ছিলো। আর আমি টুকটাক গ্রাফিক্সের কাজ পারি কিন্তু আগামাথা নাই। আমি কিভাবে কি করবো, কিভাবে শুরু করবো তাই বুঝতে পারছিনা।

    Reply
  19. আমি মুটামুটি ফটসপে আর্ট করতে পারি।কার্টুন বানানো আর ফ্রিল্যন্সিং করার প্রবল ইচ্চা।বাট আমার কছেে কনো সাহায্যকারি নেই।কি করনিও?

    Reply
  20. দয়া আপনার ফোন নাম্বার দিন। আমি কাজ করতে চাই। আসলে আমি কম্পিউটার প্রায় ২০ বছর ধরে চালাচ্ছি কিন্তু এসব বিষয়ে কাজ করিনি। টাইপিং, ইন্টারনেট, একটি প্রতিষ্ঠানে অনেক দিন ধরে কাজ করে আসছি। তই আমাকে সহযোগিত করলে আমি এই কাজ করতে পারবো। তাই আপনার সহযোগিত একান্ত কামনা করছি।

    Reply
  21. অনেক ধন্যবাদ আপনার সুনির্ধারিত এবং সাজানো গোছানো পরামর্শমূলক আলোচনার জন্য।

    Reply
  22. খুব সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

    Reply
  23. sir..ami coputer technology ta diploma kortasi…amar outsourcing er onek issa..

    outsourcing kora taka income kora amer main uddasho na..kisu sikha e amer main uddasho…ami tamon kunu kaj pari na..amk jodi kaw kunu kaj dan and amk bujhai dan ja kamna kajta korta hba ami free ta kaj gulo kora dibo…

    sir plzz amer kotha ta aktu vabban..and replay korban..

    Reply
  24. জাকির ভাই আপনি থাকেন কই।।।।।।
    আপনার মোবাইল নম্বর দেন।।
    আমি তারিফুর রহমান আমি ফেসবুক use করি nickname স্বপ্নবাজ মানব।।।।
    আমার নম্বর হলো-01749843807
    আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই।।।।।।।।আপনার নম্বর টা দেন।।।।।

    Reply
  25. jakir vai ami website make,
    website dev. korte pari….
    Youtube theke shikhsi but kono kaj paitesi na…..
    ki korbo….

    Reply
  26. ধন্যবাদ, পোস্টি পরে উপকৃত হলাম।

    Reply
  27. আমি কি এন্ড্রয়েড মোবাইল দিয়ে আউটসোর্সিং করতে পারব???????

    Reply
  28. আমি একজন নতুন ব্লগার আমাকে কিছু যে কোন বিষয়ে ট্রিপস দিলে উপকৃত হব

    Reply
  29. ধন্যবাদ আপনাকে। অসাধারন লেখা হয়েছে যাহা ফ্রিল্যাঞ্চারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    Reply
  30. সময়োপযোগী পোস্ট।
    অনেক ভালো লাগলো।
    আপনাকে fb তে friend request পাঠাবো দয়াকরে confirm করবেন।
    Wahid Pintu.

    Reply
  31. অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছুই জানলাম এবং শিখলাম। ইনশাল্লাহ আরো কিছু শিখতে ও করতে পারবো। আমার ইম্পেশন আরো বেড়ে গেছে।

    Reply
  32. সবাই শুধু বলে কিন্তু কেউ কাজ দে না। কাজ দেওয়ার মত কেও আছেন????

    Reply
  33. ভাই আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই।।
    আমি ইতিপূর্বে কখনো কাজ করি নাই।।
    আমি বিভিন্ন মিডিয়া,ওয়েবসাইটে
    ফ্রিল্যান্সার সম্পর্কিত পোস্ট দেখে
    জাস্টিফাই করার পর,আমি একজন
    ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখি।।
    Please help me

    Reply
  34. আমি এটা শেখার জন্য খুব আগ্রহি কিন্তু আমি ক্লাস টেনে পড়ি আনেকেই বলছে আমি এখন পাড়বো না কিন্তু আমি হাল ছাড়িনি এটা আমি শিখবোই আপনার কি মনে হয়। ভায়া আমি শিখতে পাড়বো কি একটু জানাবেন (01739091499) my phone number plz tex sms send

    Reply
  35. ভাই আপনার এই লেখা থেকে অনেক কিছু জানতে পারলাম

    Reply
  36. jakir vai,
    prottek ti bisoyer upor banglay apnar “video tutorial” asha kortesi. asha kori apnio er theke samanno kichu paben, r notun ra apnar tutorial theke shikhte parbe. mutamuti sob freelancer der ee video tutorial [company😭😈😡] ache, kintu ekebare baje. ami eder kach theke kichu shikte parinai. ulta aro matha kharap hoise. web development with framework, graphics design er upor apnar tutorial khub joruri amader jonno..pls

    Reply
  37. আমি নিয়মিত বিড করেই যাচ্ছি বাট কোন কাজ পাচ্ছি না। কি করা উচিত?

    Reply
  38. এক কম্পিউটার থেকে ফ্রিল্যান্সার এ কয়টা একাউন্ট খোলা যায় ?

    Reply
  39. আল হামদু লিল্লাহ !
    ভাই আমি গ্রাফিক্স ডিজাইন+আরবী ক্যালোগ্রাফিতে ভালো দক্ষতা অর্জন করেছি , ফ্রিল্যান্সং করলে আমি ইসলামিক সাবজেক্ট জাতিয় কিছু পাবো কি?

    Reply
  40. ভাল ।আমি Ms word,ms excel,powerpoint Access এর কাজ জানি but আমি কীভাবে freelcing শুরু করবো (Data Entry) Data Entry সম্র্কে google এ অনেক কিছু আছে But কীভাবে কাজ করবো

    Reply
  41. ভাইয়া আমি লেখালেখির কাজ পারি। আমি কোন সাইটে আউট সোর্সিং করতে পারব

    Reply
  42. জাকির ভাই
    আমার সারাম নিবেন ।
    আমি BSC দ্বিতীয় বর্ষের একজন ছাত্র ।ডিউশনি করে কোন রকম পড়ালেখার খরচ চালাই ।প্রাইভেট এর আইকাম দিয়ে ইতিমধ্যে একটি laptop নিয়ে ।আমি একজন freelancer হতে চাই
    এবং অর্থ উপার্জন করে ভালো করে পড়াশুনা চালিয়ে যেতে চাই ।

    আমি টাইপিং এর কাজে পারদর্শী,

    এখন কি ভাবে আমি account খুলবো আর কি ভাবে কাজ করবো ,kindly যদি একটু দিকনির্দেশনা দিতেন
    আমি অধম , আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো ।

    আমার email :[email protected]
    Mobil :01774496628

    আশা করি আপনি সদয় দৃষ্টি তে দেখবেন ।

    Reply
  43. অনেক ভাল লিখেছেন ভাইয়া, আমার মতে অনেক তরুন আপনার এই লেখা দেখে উপকৃত হবেন।
    #…..ধন্যবাদ__ভাইয়া…#

    Reply
  44. কাজ কি কোন ট্রেনিং সেন্টারে গিয়ে শিখব নাকি নিজে নিজেই শিখব? যদি নিজে নিজেই শিখলে ভালো হবে বলে মনে করেন তাহলে কিভাবে ওয়েভ ডিজাইন ও ডেপেলপমেন্ট শুরু করব বলবেন

    Reply
  45. অনেক সুন্দর করে লিখেছেন। অবশ্য আমি এই সম্পর্কে একেবারে নতুন। অনেক কিছু বুঝেছি আবার অনেক কিছু বুঝিনাই। তবুও পড়ে অনেক ভালো লাগলো। আচ্ছা আমার খুব ইচ্ছে ফ্রিল্যান্সার হওয়া। কিন্তু কোথায় থেকে শিখলে ভালো ভাবে শিখতে পারবো। এবং অনেক কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবো যদি কেউ বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। আমার নাম্বার 01752193528
    email: [email protected]

    Reply
  46. খুব সহজে আপনি সবকিছু তুলে ধরেছেন এর জন্য ধন্যবাদ , অনেক সুবিধা রয়েছে ফ্রিল্যান্সিংয়ের, একজন ফ্রিল্যান্সার নিজেই তার পচ্ছন্দের কাজ বেছে নেয়, এক্ষেত্রে কেউ তাকে জোর করে কোনো কাজ চাপিয়ে দিতে পারে না। আপনি কত পারিশ্রমিক মূল্যে কাজ করবেন এটা অনেক সময় আপনি নিজেই নির্ধারন করে থাকেন। আপনি ফ্রিল্যান্সিং যেকোনো সময় শুরু করতে পারেন। এর জন্য খুব বেশী কোনো পূর্ব প্রস্তুতি দরকার পরেনা। এককথায়, একজন ফ্রিল্যান্সার নিজেই তার কাজের ছক অংকন করে এবং নিজেই সেটি পরিচালনা করে থাকে।

    Reply
  47. প্রিয়ো ভাইয়া,
    আমার নাম আল-আমিন, আমার একটা ছোট্ট দোকান আছে, যেখানে আমি স্ক্যানিং, কম্পোজ, বাংলা ইংরেজী টাইপিং, ফটোসপ ও ইমেল ইন্টারনেটের কিছু কাজ করি। আমার দোকানে ওয়াইফাই কানেকশন আছে, আমি ফ্রীল্যান্সিং করতে চাই, কোন জায়গা থেকে শুরু করলে ভাল করবো বলে আপনি মনে করেন পরামর্শ দিলে উপকৃত হবো।

    আপনার জন্য শুভকামনা রইল!

    Reply
  48. বড় ভাই ভালো লাগার মতো একটা লিখা লিখেছেন। হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই ভালো লেগেছে। বড় ভাই আমার একটা সমস্যা হলো কি? আমার ইচ্ছা শক্তি থেকে কল্পনার জগৎটা অনেক বড়। প্রথমে মনে করি সব শিক্ষে ফেলবো। কিন্তু বাস্তবে তার উল্টো। শিক্ষতে গেলে যখন কষ্ট হয় তখনই পিছিয়ে যাই। তবে ফ্রিল্যান্সিং বিষয়টা আমাকে খুব ভাবায়। আপনার কথা গুলো অনেক মূল্যবান। ধন্যবাদ

    Reply
  49. ফ্রিলান্সিং এ কম্পিউটারে যা সম্ভব তা ফোন এ কি সম্ভর?

    Reply
  50. ফ্রিল্যান্সিং জিনিস্টা কেমন যেন শখের মত হয়ে গেছে। নতুন অনেকেই আসে কিন্তু শেখার মনভাব নেই। আগেই তার চিন্তাধারা থাকে টাকা ইনকাম করবো। ছোট বাচ্ছারা যেমন করে “আমার এটা চাই” এদের ও অনেকটা এমন। কিন্তু সময় দিতে চাইনা। যাইহোক অনেক সুন্দর লিখেছেন। যদিও অনেক আগের লেখাটা কিন্তু এখনও নতুনের মতই আছে। হাহাহা

    Reply

Leave a Reply