পিএইচপি অ্যারে

আমরা পিএইচপিতে অ্যারে ডিক্লেয়ার করতে পারি এভাবেঃ

$primes = array(1, 3, 5, 7); 

বা এভাবেও লিখতে পারিঃ

$primes = [1, 3, 5, 7];

এখানে primes নামে একটা অ্যারে তৈরি করা হয়েছে। যেটা একটি ইন্টিজার অ্যারে। যেমন আমরা অ্যারে তৈরি করার পর তা দেখতে পারি এভাবেঃ

<?php
$primes = array(1, 3, 5, 7); 
var_dump($primes);
?>

লুপ চালাতে পারি এভাবেঃ


<?php
$primes = array(1, 3, 5, 7); 

foreach($primes as $prime){
	echo $prime . "<br/>";
}
?>

অ্যারেতে কয়েটা ইলিমেন্ট আছে, তা দেখার জন্যঃ

echo count($primes);

অ্যারেতে নতুন একটা ইলিমেন্ট যুক্ত করতে পারি এভাবেঃ

array_push($primes,11);

অ্যারে থেকে যে কোন একটা রেন্ডম মান বের করতেঃ

echo  array_rand($primes);

Leave a Reply