বাসায় নিজে নিজে ডায়াবেটিস বা রক্তে গ্লুকোজ মাত্রা পরীক্ষা

কয়েক দিন আগে মায়ের জন্য বাসায় ডায়াবেটিস  ব্লাড গ্লুকোজ পরিমাপ করার জন্য একটি মনিটর কিনি। আমি কিনি Bionime এর GM700SB মনিটরটি। অনলাইনে ৮০০ টাকার মধ্যে পাওয়া যায়। সাথে ১০টি লেন্সেট এবং ১০টি টেস্ট স্ট্রিপ থাকে। এগুলো পরে এক্সট্রা কিনে নেওয়া যায়।

বাসায় ব্যবহার করা যায়, এমন গ্লুকোজ মনিটর গুলো প্রায় সব গুলোই একই সিস্টেম। তিনটা প্রধান অংশ, গ্লুকোজ মনিটর, টেস্ট স্ট্রিপ এবং আঙ্গুল বা কোন জায়গা থেকে রক্ত বের করার জন্য লেন্সেট। সব গুলো সুগার মনিটর সিস্টেম প্রায় একই। Bionime  ছাড়াও আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে Accu-Chek

দুইটা ধাপে ব্লাড গ্লুকোজ পরিমাপ করতে হয়। প্রথম ধাপে রক্ত নেওয়া। এর জন্য ল্যান্সিং ডিভাইস এর সাহায্য নিতে হয়।

Rightest Lancing Device
Rightest Lancing Device

ছোট এক ফোঁটা রক্ত হলেই এই মেশিন গুলো দিয়ে সুগারের মাত্রা বের করা যায়। আর এই ল্যান্সিং ডিভাইস গুলোর সুঁই এতই ছোট যে এক ফোঁটা রক্তই বের হয়। কোন কারণে রক্ত পর্যাপ্ত পরিমাণ বের না হলে আঙ্গুলে একটু চাপ প্রয়োগ করে পর্যাপ্ত রক্ত বের করা যায়। ল্যান্সিং ডিভাইস দিয়ে রক্ত বের করতে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হয়ঃ

রক্ত বের করার প্রক্রিয়া 

  • প্রথমে ডিভাইস থেকে ক্যাপটি খুলতে হবে। দুইদিকে টান দিয়ে অথবা দুইটা অংশের শেষ মাথায় একটু চাপ দিয়ে একদিকে বাঁকালেও খুলে যাবে।
  • এরপর নতুন একটি লেন্সেট বা সুঁই ডিভাইসে যুক্ত করতে হবে।
  • সুঁই এর কভার খুলতে হবে। সুঁই এর সামনের অংশ একটু ঘুরালেই খুলে আসবে।
  • এবার ডিভাইসের ক্যাপটি আবার লাগিয়ে নিতে হবে।
  • পেছনের অংশতই একটু টান দিলে ডিভাইসটি ট্রিগার করার জন্য প্রস্তুত হবে।
  • এবার আঙ্গুলের মাথায় বা যেখান থেকে রক্ত নিতে চাচ্ছেন, যেখানে ডিভাইসের সামনের অংশ ধরে রেখে রিলিজ বাটনে ফ্রেস করলে সুঁই ছোট্ট একটি ছিদ্র করবে যা থেকে রক্ত বের হবে।
  • রক্ত নেওয়া শেষে লেন্সেট/সুঁইটি রিমুভ করে ফেলে দিতে হবে। প্রতিবার নতুন  লেন্সেট/সুঁই ব্যবহার করতে হবে।

 

 

এরপর গ্লুকোজ মাপার জন্য মেশিনের টেস্ট স্টিপের নির্দিষ্ট স্থানে রক্তের ফোঁটাটি ধরলেই মেশিনটি গুলোকোজের মাত্রায় দেখাবে।

গ্লুকোজ পরিমাপ করার প্রক্রিয়া

  • প্রথমে একটি নতুন টেস্ট স্ট্রিপ মিটারের নির্দিষ্ট জায়গায় ঢুকাতে হবে।
  • এবার রক্ত টেস্ট স্ট্রিপের নির্দিষ্ট জায়গায় দিতে হবে।
  • ৫ সেকেন্ড অপেক্ষা করলে গ্লুকোজের মাত্রা দেখাবে।
  • পরীক্ষা শেসে টেস্ট স্ট্রিপটি রিমুভ করতে হবে।

 

লেখা দেখে কমপ্লেক্স মনে হলে ভিডিও দেখতে পারেন। আপনি যে মডেল কিনবেন, সে মডেল কিভাবে ব্যবহার করতে হয়, তা লিখে ইউটিউবে সার্চ দিলেই ভিডিও পেয়ে যাবেন। ভিডিও বা লেখা দেখলে মনে হবে বুঝি অনেক কমপ্লেক্স। আসলে একবার ট্রাই করলে আর কমপ্লেক্স মনে হবে না।

Bionime বা Accu-Chek এর মোবাইল অ্যাপ রয়েছে। অটোম্যাটিক আপে টেস্ট ডেটা সিংক হবে। যা ডাক্তার ভিজিটের সময় দেখালে ডাক্তার সঠিক ভাবে ডায়াবেটিসের অবস্থা মূল্যায়ন করতে পারবে।

 

 

Leave a Reply