আমরা কিছু কিছু পদক্ষেপ নেই জেনে শুনেই। ভালো কিছুর আশায়। পরে দেখা যায় ঐ পদক্ষেপটা আসলে একটা ভুল পদক্ষেপ ছিল। অনেক সময় পছন্দের কিছু করতে গিয়েই এমন কিছু পদক্ষেপ নিয়ে বসি। হয়তো বড়রা নিষেধ করে। তাদের কথা অমান্য করেই হয়তো নিজের ভালো লাগাকেই প্রাধান্য নেই। শেষে কি হয়? নিজে যখন ব্যর্থ হই, তখন হয়তো তারা সাহায্য করার পরিবর্তে উপহাস করে।
কেউ কেউ যা করে, তাই হয়তো দেখা যায় ভালো কিছু হয়ে উঠে। আর কেউ কেউ ভালো কোন কিছু করতে গেলেও তা খারাপ কিছুতে রূপান্তরিত হয়। জীবনটা আমাদের সাথে গেম খেলে হয়তো। যত বার উঠে দাঁড়ানোর চেষ্টা করি, ততবারই নতুন একটা সমস্যা তৈরি করে বসে। ঐটা সমাধান করার পর আরেকটা সমস্যা। একটা লুপের মত। সমস্যার লুপ। প্রতিবারের সমস্যা গুলো আগের থেকে একটু বেশি কঠিন হয়ে উঠে। গেমের লেভেলের মতই।
ডক্টর স্ট্রেঞ্জ মুভিটি দেখেছেন না? Dormammu, I’ve Come To Bargain সীনটার কথা মনে আছে? যতবারই ডক্টর স্ট্রেঞ্জকে মারা হয়, ততবারই সে ফিরে আসে। Dormammu কেই নিজের প্রিজনার বানিয়ে নেয় টাইম লুপের মাধ্যমে। আমাদের কাছে টাইম লুপ নেই। কিন্তু বার বার উঠে দাঁড়ানোর মত ক্ষমতা আছে। যতবারই কঠিন কিছু আমাদের নক ডাউন করতে চাইবে, ততবারই আমরা উঠে দাঁড়াবো। এই উঠে দাঁড়ানোটাই বিজয়। যে দিন উঠে দাঁড়ানোর ইচ্ছে মরে যাবে, ঐদিনই মনে করবেন আপনি হেরে গিয়েছে। হারতে কে চায় বলেন?
আমি পরতে পরতে পাগল হয়ে যাবো