চেষ্টা

চেষ্টা করলেই মাঝে মাঝে সব কিছু পাওয়া যায় না। আমাদের মাঝে মাঝে কোন একটা লক্ষ্য পূরণ করার কোন উপায় থাকে না। শত চেষ্টা করেও লাভ হয় না। কোন একটা জায়গায় নিজেকে দেখতে চাই, কিন্তু ঐ জায়গায় পৌঁছানোর সব চেষ্টাই ব্যর্থ। সময় বা নিজের দক্ষতা কোন কাজেই আসে না। তখন কি করা উচিত?

ঐ জায়গা থেকে ভালো কোন জায়গা আছে কিনা তা খুঁজে বের করা যেতে পারে। ঐ লক্ষ্য থেকে ভালো কোন লক্ষ্য নিয়ে কাজ করা যেতে পারে। হয়তো দেখা যাবে যে তার থেকে ভালো একটা জায়গায় আগের থেকে কম চেষ্টায় নিজেকে নিয়ে যেতে পেরেছেন। দেখতে পাবেন যে জায়গায় আগে পৌঁছাতে চেয়েছেন, তার থেকে ভালো কোন জায়গায় এসে পৌঁছিয়েছেন।

চেষ্টা করলে হয়তো দেখা যাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারলেন না, তার থেকে ভালো এক জায়গায় পৌঁছে যেতে পারবেন।

তিনটা পাহাড় দিয়ে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। আপনি ছোট একটা পাহাড়ে আছেন এখন। যেতে চাচ্ছেন অন্য একটা পাহাড়ের চূড়ায়। যেটা আপনার ছোট পাহাড় থেকে দেখা যায়। কিন্তু আপনি অনেক চেষ্টা করেও পৌঁছাতে পারেন নি ঐখানে। চেষ্টা করার পথে আপনি দেখলেন অন্য আরেকটা পাহাড়ের চূড়া, যা আরো অনেক উঁচুতে, অনেক বড়। ঐটাতে আপনি একটু চেষ্টা করেই পৌঁছিয়ে গিয়েছেন। বিশাল ঐ পাহাড়ের চূড়া থেকে এবার আগের লক্ষ্যের পাহাড়ের দিকে তাকিয়ে একটা হাসি দিতে পারেন। বিজয়ের হাসি 🙂

3 thoughts on “চেষ্টা”

  1. তার মানে কি যা চাইতেছি তা চেষ্টা করে যদি না পাই তবে হাল ছেরে দিব??

    Reply

Leave a Reply