কনফেশন

আচ্ছা ফাদার, কনফেশন করলে তো আমার সিক্রেট গোপন রাখা হবে তাই না? 
– হ্যাঁ। সব সময়ই গোপন রাখা হবে। 
বড় কোন সিক্রেট হলেও?
– হ্যাঁ। 
কাউকে খুন করার কনফেশন হলেও?
ফাদারের মুখ একটু শক্ত হলো। তা প্রকাশ না করেই বলল, হ্যাঁ 

ফাদার, আমি গত ৭ দিন সাতটা খুন করেছি। পত্রিকা খুললেই জানতে পারার কথা। সব গুলো প্রত্রিকায় প্রধান শিরোনাম হচ্ছি আমি। কিন্তু কি করব বলেন, আমি শান্ত ছিলাম। ১০টা – ৫টা অফিস করতাম।সব সময়ই অন্যায় থেকে দূরে ছিলাম। কারো গায়ে হাত তুলছি বলে মনে পড়ে না। কিন্তু জানেন? আমি সৎ ছিলাম বলেই আমার বেতন বাড়ানো হয় নি। আমি সৎ ছিলাম বলেই আমার প্রমোশন হয় নি। এবং শেষে আমি সৎ ছিলাম বলেই আমার চাকরি টা চলে যায়। সৎ থাকা কি অপরাধ ছিল আমার?

সৎ ছিলাম বলেই বেতন কম ছিল, কম বেতনের কারণেই প্রতিমাসের বেতন দিয়ে চলতেই হিমশিম খেতে হচ্ছিল। কোন কিছু জমানোর সুযোগ হয় নি। আর তাই এখন চাকরি যাওয়ার পর ছেলে মেয়ে আর প্রিয় বউটি নিয়ে ভয়ঙ্কর সমস্যায় পড়েছি। জানেন, নিজ ছেলে মেয়ের সামনে যেতে লজ্জা লাগত। নিজ বউ এর অশ্রু মাখা চোখ দেখতে কষ্ট হতো।।

এরপর যারা অসৎ, তাদের উপর সব ক্ষোভ গিয়ে পড়ল। ছোট খাটো অপরাধ নয়, বিশাল বিশাল অপরাধ যারা করে, তাদের থেকে মাত্র সাতটা সরিয়েছি। বেশি নয়।

ফাদার বলল, দেখো তুমি যা করেছো ভুল করেছো। যারা অন্যায় করে, তার বিচার হবে পরকালে। আর তুমি তোমার সৎ কাজের জন্য অবশ্যই এক দিন সুফল পেতে। এরপর ভিন্ন দোয়া পড়া শুরু করল।

ফাদার, আমার কনফেশন শেষ। বাকিটা উপর ওয়ালার ইচ্ছে। বলে লোকটি বের হয়ে গেলো।

ফাদার দ্রুত ৯১১ এ কল করল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে লোকটিকে ধরে নিয়ে গেলো।

কিছুক্ষণ পর চার্চে আরেক জন লোক প্রবেশ করল। কনফেশনের উদ্দেশ্যে। ফাদার সময় দিল। লোকটি শুরু করল।
আচ্ছা ফাদার, কনফেশন করলে তো আমার সিক্রেট গোপন রাখা হবে তাই না?
– হ্যাঁ। সব সময়ই গোপন রাখা হবে।
বড় কোন সিক্রেট হলেও?
– হ্যাঁ।
কিন্তু আপনি কি সিক্রেট রেখেছেন? একটুও আগেই আপনি পুলিশকে কল করছিলেন এক জনের কনফেশন নিয়ে। এরপর ঐ লোকটিকে ধরে নিয়ে গেলো। আপনি জানেন, ঐ লোকটিকে একটি স্ক্রিপ্ট নিয়ে আমি পাঠিয়েছিলাম? ফাদার, আমি ৭ জনকে খুন করেছি, কারণ তারা অপরাধ করেছে। ফাদার, আপনার কোন অপরাধের কথা মনে পড়ে?

ফাদার কিছু না বলে উঠে চলে যাওয়ার চেষ্টা করার সাথে সাথেই লোকটি কোমর থেকে ধারালো ছুরি বের করে ফাদারের গলায় চালিয়ে দিল। রক্তাত্ত হলো চার্চের মেঝে।

Leave a Reply