ইন্টারনেট হচ্ছে তথ্যের ভান্ডার। সকল প্রকার তথ্যই কম বেশি ইন্টারনেটে রয়েছ। আপনি যদি একে সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনার কোন প্রাতিষ্ঠানিক সাহায্য লাগবে না। নিজেই নিজের শিক্ষক হয়ে শিখে নিতে পারবেন সব কিছু। এ পদ্ধতি যেকোন বিষয় শেখার জন্যই কাজে দিবে। এবং আপনি যদি কোন প্রতিষ্ঠান থেকে কোন বিষয় শিখতে থাকেন আপনি ও এ পদ্ধতি অনুসরন করতে পারেন। তাতে আপনার জ্ঞান অনেক বাড়োবে। এবং এটা সম্পুর্ন ফ্রি। ফ্রি বলতে পুরোই ফ্রি। মাসিক ইন্টারনেট বিল ছাড়া। আমি জানি না দক্ষরা কিভাবে শিখে। তবে আমি এ পদ্ধতি অনুসরন করি। এখানে আমি টেকনিক্যাল বিষয় গুলো কিভাবে শিখতে হয়, উদারহণ হিসেবে তা ব্যবহার করেছি। তবে যে কোন বিষয়েই এভাবে শিখে নেওয়া যাবে।
আমার ভাষা বাংলা। তাই প্রথমে কোন বিষয় সম্পর্কে জানার জন্য ঐ বিষয়ের উপর বাংলা কোন কন্টেন্ট আছে কিনা তা দেখে নিব গুগলের সাহায্যে। যেমন C এর জন্য লিখি ‘C টিউটোরিয়াল‘, বাংলায় সি’, অথবা শুধু ‘সি‘ ইত্যাদি। আবার PHP এর ক্ষেত্রে লিখি ‘PHP টিউটোরিয়াল‘, বাংলায় পিএইচপি‘, অথবা শুধু ‘পিএইচপি ইত্যাদি। হয়তো বাংলায় এত বেশি কন্টেন্ট নেই। তবে যা আছে, তা শুরু করার জন্য যথেষ্ট। যদি আপনার ঐ কাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে কোন বাংলা কন্টেন্ট না থাকে তাহলে আপনি হয়ে যেতে পারেন পাইওনিয়ার বা অগ্রদূত। কিভাবে জানেন? নিজে নিজে ইংরেজী থেকে শিখে লিখে ফেলুন বাংলা কিছু টিউটোরিয়াল। অনেকের কাজে আসবে।
আপনার হয়তো জেনে ভালো লাগবে যে, সার্চ করে কোন তথ্য বের করার ক্ষমতা ও একটা আর্ট, একটা ক্ষমতা. অনেকেরই এ ক্ষমতা নেই। অনেকেকেই বলতে শুনবেন আমি এটা খুজে পাচ্ছি না, আমাকে একটু খুজে দিবেন, তখন আপনি দেখবেন আপনি সার্চ করে ৩০ সেকেন্ডের মধ্যেই বের করে দিতে পেরেছেন । হ্যাঁ অনেকেরই এ ক্ষমতা নেই। তাই আপনাকে আগে জানতে হবে কিভাবে সার্চটা করবেন। কিভাবে আপনার কাঙ্ক্ষিত তথ্য খুজে বের করবেন ইন্টারেন্ট/ওয়েবের এই বিশাল রাজত্ত্ব থেকে। আপনি যদি সার্চ করে মোটামুটি কিছু তথ্য পেয়ে যান তা পড়তে থাকুন। না বুঝলে ও পড়তে থাকুন। তা নিয়ে চিন্তা করুন কিছু সময়। কি পড়ছেন, আমার কি কাজে আসবে বা আমি কেন শিখব এসব বিষয় আগেই জেনে নিন। তাহলে আগ্রহ বাড়বে। আর না হয় আপনি হতাশ হয়ে যাবেন।
হোক আপনার বন্ধুদের থেকে বা হোক কোন বাংলা ব্লগ থেকে। আপনি এখন একটা বিষয় সম্পর্কে মোটামুটি জানেন, ঐ বিষয় সম্পর্কে আরো বেশি জানতে চান, বাংলায় আর কোন কন্টেন্ট নেই। আপনার বন্ধুদের কেউ জানে না ভালো। বা জানলে ও বেশি জানে, তাদের সময় নেই আপনাকে দেখিয়ে দেওয়ার। তাহলে আপনাকে কি করতে হবে জানেন? পরিশ্রম করার পরিমানটা বাড়িয়ে দিতে হবে। কিভাবে শেখা যায় তা নিয়েই ভাবতে হবে। এবার ইংরেজিতে ঐ বিষয় সম্পর্কে কন্টেন্ট খুঁজুন। শেখার পেছনে সময় দিতে একটুও কার্পন্য করবেন না, একটু ও না। আপনার সময়ের দাম যত বেশি হোক না কেন।
প্রতিটি বিষয়ের বিশদ বর্ননা রয়েছে ইন্টারনেটে, বিষেষ করে প্রোগ্রামিং রিলেটেড টপিক্স গুলো। যেমন PHP এর প্রধান ওয়েব সাইটে Documentation নামে একটা লিঙ্ক রয়েছে যা একদম পরিপূর্ন। Java এর জন্য রয়েছে বিশাল টিউটোরিয়ালের সম্ভার Oracle এর ওয়েব সাইটে। Python এর জন্য তাদের টিউটোরিয়াল গুলো দেখতে কিন্তু একদম ভুললে চলবে না। MySQL এর জন্য MySQL Documentation. Microsoft এর সকল ডেভলপিং টুলস এর জন্য রয়েছে বিশাল টিউটোরিয়াল লাইব্রেরী যা খুব ছোট ছোট পার্টে করে সুন্দর ভাবেই তৈরি করা। তাছাড়া তাদের ডেভলপিং টুলস এর সাথে অফলাইন টিউটোরিয়াল ও দেওয়া থাকে। এরকম সব গুলো বিষয়ের জন্যই রয়েছে অনেক পরিপূর্ন টিউটোরিয়াল। এগুলো হচ্ছে আপনার হাতিয়ার। আপনাকে এসবের ব্যবহার সম্পর্কে জানতে হবে। আসলে প্রথমে আপনাকে শিখতে হবে কিভাবে শেখা যায়। তার পর ই শিখতে শুরু করুন। আপনি যদি নাই জানেন কিভাবে শিখব তাহলে শিখবেন কিভাবে? যারা একটা বিষয় পারে তাদের কাছে গিয়ে “ভাইয়া আমাকে এটা একটূ শিখান প্লিজ” না বলে ভাইয়া আমি এটা কিভাবে শিখব বা কিভাবে শুরু করব। আর তাই আপনার জন্য ভালো হবে।
এলগোরিদম একটি নির্দিষ্ট বিষয় নয়। এটা অনেক বিশাল একটা বিষয়। তার এটার জন্য আপনাকে ঘাটতে হবে অনেক। জানতে হবে অনেক। তেমনি ডাটা স্ট্রাকচার। অনেক গুলো বিষয় মিলেই এসব বিষয় তৈরি। তাই প্রথম প্রথম এসব বিষয় সম্পর্কে না জানলে ও ক্ষতি নেই। আস্তে আস্তেই জানতে পারবেন। তবে অবশ্যই আপনাকে দৌড় এর মধ্যে থাকতে হবে, আর দৌড়টা হতে হবে জ্ঞানের জন্য। এই দুটি বিষয়ের জন্য উইকিপিডিয়া ঘাটতে হবে ভালো করে। আর বই এর বিকল্প কিছুই নেই। যেকোন একটা বিষয়ের জন্য একটা বই ফলো করতে ভুলবেন না।
আচ্ছা, আপনি যদি টিউটোরিয়াল, ডকুমেন্টেশন পড়ে কিছু না বুঝেন কিন্তু আপনি ঐ বিষয় সম্পর্কে জানতে খুবি আগ্রহী। তাহলে কি করবেন জানেন? ইউটিউব এ ভিজিট করুন। আপনার কাঙ্গিত বিষয়, যেটা আপনি শিখতে চান তা লিখে সার্চ করুন। দেখবেন অনেক গুলো ভিডিও রয়েছে ঐ সম্পর্কিত। তারা আপনার জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে রাখছে আপানি শিখবেন বলে। ভিডিও দেখুন বসে বসে। হ্যা, এটা ঠিক কিছুদূর দেখার পর আপনার ঘুম আসবে কিছু না বুঝলে। জোর করে দেখুন। না বুঝলেও দেখুন। পরে টের পাবেন কি উপকারটাইনা আপনার হয়েছে। সবচেয়ে ভালো হয় যদি টিউটোরিয়াল এবং ভিডীও এক সাথে ফলো করেন।
অনলাইনে দারুণ সব কোর্স রয়েছে। কিছু পেইড, কিছু ফ্রি। ফ্রি গুলো দিয়েই শুরু করনে। যেমন কম্পিউটার শেখা, প্রোগ্রামিং, ওয়েব প্রোগ্রামিং সহ কয়েক হাজার টিউটোরিয়াল রয়েছে অনলাইনে। একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। বই পড়ার অভ্যাস গড়ুন। নীলক্ষেতে গেলে যে কোন টপিক্সের উপরই বই পাবেন। এছাড়া অনলাইনেও অনেক গুলো ওয়েব সাইট রয়েছে বই কেনার জন্য, যেমন রকমারি।
ইউডেমির কথা কি মনে আছে? না থাকলে এখান থেকে একটু ঘুরে আসুন। এখানে ও রয়েছে অনেক গুলো বিষয়ের উপর অনেক গুলো টিউটোরিয়াল। রয়েছে অনেক গুলো ভিডিও, যে গুলোর বেশির ভাগই আপনার মত শিক্ষার্থীরাই আপলোড করেছে। আর প্রোগ্রামিং রিলেটেড কোণ কিছু শেখার জন্য আমার পছন্দ হচ্ছে উডাসিটি এবং কোর্সেরা। এদের প্রচুর ফ্রি কোর্স রয়েছে। টেক ব্যাকগ্রাউন্ডের হলে অবশ্যই এই দুইটা সাইট ভিজিট করবেন।
নিচের লিঙ্কটি অবশ্যই একবার ভিজিট করবেন।
ধন্যবাদ সবাইকে। সকলের ইচ্ছে পূরণ হোক। আল্লাহর কাছে এটাই চাওয়া।
jakir vai, apni n apnar lekha oshadharon.
অনেক ধন্যবাদ আপনাকে 🙂
বেশ ভালো লিখা, আমার মতো নতুনদের জন্য উতসাহব্যাঞ্জক । আচ্ছা ভাই গ্রাফিক্সের জন্ত কিছু ভিডিও টিউটোরিয়াল লিংক শেয়ার করতে পারবেন ? এডভান্সড লেভেলের ।
গ্রাফিক্সের কোনকাজটা শিখতে চান তা লিখে সার্চ করুন। তা ভালো হবে।।
Thank you via.
আপনাকে ও ধন্যবাদ।
ভাই আমি শিকতে চাই মুবাইল টু মুবাইল স্ক্রিন রিমোট কিভাবে চালাব দয়া করে শিখিয়ে দেন
শিখুম… শিখুম…. তা কোনটা শিখুম….সব শিখতে মন চায়.. ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
সব শিখুন।
ভাইয়া ভালো হয়েছে। আমি সম্প্রতি একটি পিডিএফ পেয়েছি । এটাতে লিন্ডার ৯৫% টিউটোরিয়াল এর ডাউনলোড লিঙ্ক আছে। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এটা নিয়ে আমার ব্লগে একটা টিউন করব। আশা করি সবার উপকার হবে !!:)
অনেক ভালো হবে। পারলে টুইট ও করে পেলুন একটা 🙂 http://techtweets.com.bd/
ফ্রি পিডিএফ বই পড়তে পড়তে চোখের বারোটা বাজিয়েছি।দু মাসে চশমার পাওয়ার দুই ধাপ বাড়াতে হয়েছে।আরেক বার পাওয়ার বাড়াবার চেষ্টায় আছি।দয়া করে কিছু ফ্রি পরামর্শ দিন।
ভালোই তো। পড়তে থাকুন
“উপরে আল্লাহ, নিচে গুগল।” হা হা হা 😀
😛
dear sir ,i am impressed to see it ,i wanted to learn internet online earn at home ,the above web ,how i can converted income ?it html,its hosting,its domin ,may be possible lpease inform me ,and how i can started earn ,i do not know webdesign,weblogo,graphic ,so —-
Darun likhesen vai……………..thanks…………”opore ALLAH niche google”………………….nah vai eta valo laglo na.nicheo ALLAH.karon ALLAHOR giyan diye manus google ke porichalona kore thake……………P
Thanks jakir vai .your most important idea.
আললাহর রহমতে আমি শিখা সুরু করে দিছি, এখন C শিখতেছি পাশাপাশি Java প্রোগ্রামিং , দোয়া করবেন ভাই । আমি যেন একজন সফল প্রোগ্রামার হতে পারি । আর অনেক ধন্যবাদ জাকির ভাই আপনাকে ভালো একটি লেখা share করার জন্য ।
apnar kothay inspire hoye ami akkoni arombho korsi….domain agiee kena ase. http://www.mimnets.com
thanks bro
Via apnake onek dhonnobad.
I also prefer to learn from internet.
ধন্যবাদ ভাইয়া আমারও একটা সাইট এইভাবে নেট থেকে দেখে দেখেই বানিয়ে ফেললাম
http://dl-51.blogspot.com
Jakir vai apni asadharon likhen…
apnar moto Kobe je likte parbo..
vai Ami choto akta personal website toiry korechi amar Jana olpo HTML & CSS diye,free template modify Kore.ar domain & hosting free…plz vai aktu browse Kore dekben kemon holo.apnar motamot chac hi…
ansarul333.tk
JavaScript kub kothin lagche vai. js file HTML ar sathe kivabe kaj Kore.
দারুন লিখলেন ভাই! এক্কেবারে খাটি কথা। অসংখ্য ধন্যবাদ 🙂
vai udemy এর টিঊটোরিয়ালের চুরির কোন ব্যাবস্থা আছে?
অনেক উপকারি একটি পোষ্ট । এই পোষ্ট টি থেকে এখনি বেশ কিছু শিখে ফেলেছি। শুধু আপনার কাছে একটি অনুরোধ করবো, “উপরে আল্লাহ, নিচে গুগল” এই কথাটা মুছে ফেলতে। এটি একটি শিরকি কথা। আল্লাহর সাথে কোন কিছুর তুলনা করাই শিরক। দয়া করে কিছু মনে নিবেন না।
Amaro ak mot “উপরে আল্লাহ, নিচে গুগল” এই কথাটা মুছে ফেলতে অনুরোধ.
vai donnobad die apnake coto korbo na…….
sudu bolbo apni great… calai jan vai
অনেক কাজের পোস্ট করছেন ভাই।।আসা করি ভবিষ্যতে উপকারে দিবে,ধন্যবাদ
অনেক উপকারি পোস্ট
ভাই great salute to u. আমার মনের মত post দিছেন .
খব ভালো লাগলো আপনাঢ় কথাগুলো।দরকারি আমার জন্যেও
অসাধারন লেখা। চালিয়ে চান। ধন্যবাদ।
ভাই ধন্যবাদ
অসাধরন লিখেছেন। আমি আপনার লেখার জন্য সবসময় অপেক্ষায় থাকি।
Jakir bhai আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো ?
ভাল লিখেছেন ভাইয়া,,ধন্যবাদ
২০১২ সালের পোস্ট ২০২১ এ পড়া আমি
Thank you Bhai!!