অনেক ব্লগে দেখবেন সোসিয়াল সাইট গুলো দিয়ে লগিন করার সুন্দর ব্যবস্থা আছে। এক ক্লিকেই সহজেই রেজিস্ট্রেশন বা লগইন করা যায়। দিতে হয় না বাড়তি কোন ইনফরমেশন। অটোমেটিকেলি সোসিয়াল প্রোফাইল যেমন ফেসবুক, টুইটার বা গুগল প্লাস থেকে তথ্য গুলো নিয়ে নেয়। এ সুবিদা এখন প্রায় সকল সাইটেই থাকে। নিজের সাইটে কোডিং করে এড করতে জান বের হয়ে যাবে। তার ছেয়ে প্লাগইন্স দিয়ে করলে অনেক সহজেই করা যায়। সময় এবং কষ্ট দুইটিই বেছে যায়।
ওয়ার্ডপ্রেস সাইটে এ কাজটা খুব সহজেই Social Login নামক প্লাগইন দিয়ে করা যায়।
20টির ও বেশি সোসিয়াল সাইট সাফোর্ট করে এ প্লাগইন্সটি। যেখানেই আপনার ভিজিটরের একাউন্ট থাকেনা কেন সে মন্তব্য করতে বা লগইন করতে পারবে মাত্র এক ক্লিকে।।
Social Login প্লাগইন্সটি ইনস্টল করে একটিভ করুন। এখন সেটিংস থেকে Social Login নির্বাচন করুন।
তাহলে নিচেরমত অনেক গুলো অপশন পাবেনঃ
প্রথমেই Create your Free account Now তে ক্লিক করে একাউন্ট তৈরি করে নিন। ঐখানে আপনি যেকোন একটা সোসিয়াল প্রোফাইল দিয়ে লগইন করে নিন প্রথমে। তার পর Create new site এ ক্লিক করুন।। তাহলে নিচের মত কিছু অপশন পাবেনঃ
আপনার সাইটের তথ্য দিয়ে পূরন করুন। তাহলে কিছু API কী পাবেন। এ গুলো Social Login প্লাগইন এর Settings এ যুক্ত করুন। এ বার কোন কোন সোসিয়াল সাইটদিয়ে লগইন সুবিদা দিতে চান তা সিলেক্ট করে সেভ করুন। এবার আপনার ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে Widgets এ গিয়ে দেখবেন Social Login নামে একটা Widget আচ্ছে, তা আপনার সাইডবার এর কোথায় রাখতে চান রেখে দিন। ব্যাস এখন আপনার সাইটে যে কেউ জামেলা ছাড়াই সাইন আপ, লগিন করতে পারবে। ডিফল্ট অপশন গুলো ছাড়াও আরো অনেক গুলো অপশন রয়েছে। আপনার ইচ্ছে মত কাস্টোমাইজ করে নিতে পারবেন।
বিদ্রঃ ফেসবুক এবং টুইটার দিয়ে লগিন সুবিদা দেওয়ার জন্য আপনাকে application টি Register করতে হবে। তা খুবি সহজ। প্লাগইন সেট করার পর oneall.com লগইন করে Site Configuration এ ক্লিক করুন ঐখান থেকে Facebook এ ক্লিক করুন। ঐ খানে সুন্দর ভাবে ইন্সট্রাকশন দেওয়া আছে কিভাবে কি করতে হবে। এত কঠিন না মাত্র ৫টা ধাপ।
- প্লাগইন্স এর পেইজঃ http://wordpress.org/extend/plugins/oa-social-login/
বলে রাখা ভালো যে এ ধরনের সোসিয়াল লগিন এর জন্য আরো অনেক গুলো এড অন্স বা প্লাগইন্স রয়েছে। আমার কাছে এটি ভালো লাগছে। ব্যবহার করাও সহজ।। আপনার কাছে ভালো লাগবে আশাকরি।
ধন্যবাদ সবাইকে।
জাকির হোসাইন
খিলগাঁও থেকে।
🙂
👍