বই রিভিউঃ The $100 Startup

The $100 Startup  নাম থেকেই বই এর কন্টেন্ট কি হতে পারে, তা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে। কম মূলধন নিয়ে শুরু করা অনেক গুলো সফল ব্যবসা কিভাবে শুরু হয়েছে, কিভাবে তারা তাদের ব্যবসাকে প্রসারিত করেছে, কিভাবে নিজে শুরু করতে পারেন, ইত্যাদি নিয়ে লেখা।

যারা ব্যবসা করবে বলে মনে মনে চিন্তা করে, তারা বিজনেসপ্ল্যান, অফার লেটার ইত্যাদি সম্পর্কে জানে না। জানলেও কিভাবে এসব তৈরি করতে হয়, এসব সম্পর্কে কোন আইডিয়া থাকে না। বইটিতে এক পাতার বিজনেস প্ল্যান, অফারে লেটার, কিভাবে সফল ভাবে ব্যবসা লঞ্চ করা যায়, ইত্যাদি সুন্দর ভাবে আলোচনা করেছে।

আরো অনেক দরকারি বিষয় সম্পর্কেই ধারণা পাওয়া যাবে বইটি থেকে, যেমন পার্টনার কিভাবে  সিলেক্ট করতে হবে, পার্টনারদের মধ্যে শেয়ার কিভাবে বন্টন হবে, পার্টনার কি আসলেই লাগবে কিনা, ইনভেস্টর নেওয়ার সুবিধে, অসুবিধে, একা একা শুরু করার সুবিধে, অসুবিধে ইত্যাদি।

 

বইটার লেখক হচ্ছে Chris Guillebeau। ক্রিস নিজে কোন রিয়েল জব করে না। সারা পৃথিবী ঘুরে বেড়ায়। এ পর্যন্ত ১৭৫টি দেশ ঘুরেছে। সে যা করে, তা হচ্ছে আইডিয়া গুলোকে ইনকামে পরিনত করে। যারা স্টার্টআপ দিতে চায়, বা যাদের স্টার্টয়াপ রয়েছে তারা বইটি পড়লে অনেক কিছুই শিখে নিতে পারবেন।

পড়তে চাইলে The $100 Startup লিখে সার্চ দিতে পারেন। রকমারি থেকেও কিনতে পারেন।

বইটিতে অনেক গুলো সুন্দর সুন্দর কোট রয়েছে, তেমন একটা হচ্ছেঃ

Catch a man a fish, and you can sell it to him. Teach a man to fish, and you ruin a wonderful business opportunity.
—KARL MARX

 

6 thoughts on “বই রিভিউঃ The $100 Startup”

Leave a Reply