বই রিভিউ – Rich Dad Poor Dad

আগের রাতে আমি গুগলে সার্চ দিয়েছিলাম Book for Entrepreneurship। অনেক গুলো বই ছিল। প্রথম পেইজে থাকা লিস্ট গুলো থেকে দুই একটা বই আগে পড়েছি। ঐখানে একটা কমন বই ছিল Rich Dad Poor Dad।

পরের দিন আমি গিয়েছি Audacity IT এর সিদ্দিক ভাই এর সাথে দেখা করতে। উনার বুক সেলফের দিকে তাকিয়ে দেখি book for Entrepreneurship এর অনেক গুলো বই। বিভিন্ন ব্লগ বা আর্টিকেলে এই বই গুলোর নাম উল্যেখ থাকে। ভাইক জিজ্ঞেস করলাম, এখানের কোনটা কোনটা পড়েছেন? বলল প্রায় সব গুলোই। আমি জিজ্ঞেস করলাম আপনি আমাকে কোনটা কোনটা পড়তে বলবেন? উনি কয়েকটার নাম বলল। আমাকে কয়েকটা বই দিয়ে বলল নিয়ে যান। আমি বললাম একটা নেই। ঐটা পড়ে আবার নিব। আর দুই একটা বই এর নাম লিখে নিয়ে এসেছি। সফট কপি থেকে পড়ব বলে। আমি নিয়ে এসেছি Rich Dad and Poor Dad.

বইটিতে অনেক গুলো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন বড়লোকেরা কিভাবে চিন্তা করে, মিডেল ক্লাস বা গরিবেরা কিভাবে চিন্তা করে। নিজের চিন্তা কি ভাবে পরিবর্তন করা যায়। টাকা পয়সা নিয়ে আমাদের ধারণা, কিভাবে ঐ ধারণা পরিবর্তন করা যায়। কিভাবে প্রতিনিয়ত সব কিছু থেকে শিখে নেওয়া যায় ইত্যাদি নিয়ে বই। চাকরি না করেও কিভাবে সুন্দর ভাবে জীবন পার করা যায়, জানতে চাইলে দারুণ একটা বই।

আমাদের কিছু পছন্দ হলে আমরা কেউ কেউ চিন্তা করবে, আমি এটা কিনতে পারব না, আমার কাছে অত টাকা নেই। চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেওয়া চিন্তা। আর কেউ কেউ চিন্তা করবে আমি এটা কিভাবে কিনতে পারি? কি কি করলে আমি এত টাকা আয় করতে পারি? এখন আপনার কি মনে হয়, কে সফল হবে? যে আগেই হাল ছেড়ে দেয়, সে? নাকি যে চেষ্টা করবে? এসব নিয়েই বইটি।

নীলক্ষেত বা বই এর দোকানে খোঁজ নিতে পারেন। রকমারিতেও পাওয়া যাবে।

 

 

আমি একটা লেখা লিখেছি কিছুটা সিমিলার টপিক্সে, পড়তে চাইলেঃ চাকরি করা ছাড়াও সুন্দর আয় করা, স্বাধীন জীবন এবং অন্যান্য

4 thoughts on “বই রিভিউ – Rich Dad Poor Dad”

  1. জাকির হোসাইন ভাই,
    আমি এই বই সম্পর্কে আগে থেকেই একটু একটু জানতাম কিন্তু আপনার মুখে শুনে আরও ভালো লাগলো, Rich Dad and Poor Dad বই এর বাংলা ভার্সন পাওয়া গেলে আমি অবশ্যই কিনবো ইনশাআল্লাহ।

    Reply

Leave a Reply