প্রোগ্রামিং করি, স্বপ্ন দেখি – ২

পৃথিবীর অর্ধেকেরও বেশি টাকা অল্প কয়েকজন মানুষের হাতে। আরো ভালো ভাবে বলতে গেলে পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি টাকার মালিক প্রোগ্রামাররা।

সবার প্রথমেই আছে বিল গেটস। Jeff Bezos, অ্যামাজনের CEO, মার্ক জুকারবার্গ, ল্যারি পেইজ, সেগ্রেই ব্রিন, স্টিভ বালমার,ইলন মাস্ক, সহ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তির মধ্যে অনেকেই হচ্ছে প্রোগ্রামার।

Alibababa, সবচেয়ে বড় রিটেইলার যাদের নিজস্ব কোন প্রোডাক্ট নেই। Uber, পৃথিবীর সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি, যাদের কোন গাড়ি নেই। থাকার জায়গা বা হোটেল ভাড়া নেওয়ার জন্য AirBnb হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি, যাদের নিজস্ব কোন বাসা বা হোটেল নেই। এগুলো সবই বিলিয়ন ডলার কোম্পানি যে গুলো প্রোগ্রামিং কে কাজে লাগিয়ে একটা সমস্যার সমাধান করেছে। আর হয়ে উঠেছে সেরা একটা কোম্পানি। এরা শুধু মালিকের সাথে ব্যবহারকারীর একটা মাধ্যম তৈরি করে দিয়েছে। আর কিছু না। মধ্য অবস্থানে থেকে এরা একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন নিচ্ছে। এভাবেই বিলিয়নিয়ার। এমন অনেক গুলো কোম্পানি রয়েছে। যেগুলো প্রোগ্রামিং ব্যবহার করে পৃথিবীর মানুষের সমস্যা গুলো সমাধান বা কোন একটা সার্ভিস দিচ্ছে। হয়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি।

হয়তো মনে হবে আমি এমন কি করতে পারি, সব কিছু তো সমাধান হয়েই গেছে। না। আসলে এখনো অনেক কিছুই সমাধান করার বাকি রয়ে গেছে। কম্পিউটার ব্যবহার করে মানুষের জীবনকে সহজ করার জগতে বলা যায় আমরা প্রবেশ করেছি মাত্র। এখনো অনেক দূর যাওয়া বাকি রয়েছে।

মেশিন লার্নিং মানুষের কাজে মাত্র সঠিক ভাবে ব্যবহার শুরু হয়েছে। এটাকে কাজে লাগালে মানুষের জীবন যাত্রা আরো অনেক সহজ হবে। সাইন্স ফিকশনে আমরা রোবট নিয়ে অনেক পড়েছি। অনেক স্বপ্ন দেখেছি। ঐ স্বপ্ন গুলো মাত্র বাস্তব হতে শুরু করেছে। এখনো অনেক কিছু করা বাকি। এ সবকে প্রোগ্রামাররাই সঠিক ভাবে কাজে লাগাতে পারে। এসবকে প্রোগ্রামাররাই সঠিক ভাবে কাজে লাগাবে।

প্রোগ্রামার হলে অনেকের ধারণা সারাদিন কোড লিখতে হয়। অনেকেই মনে করেঃ I am a programmer, I have no money or life. মিথ্যে ভাবে। সারাদিন কোড লিখতে হয় না। শুধু বুদ্ধি খাটাতে হয়। শুধু চাকা দ্বিতীয়বার আবিষ্কার না করলেই হয়। শুধু একই কোড বার বার না লিখলেই হয়। অনেক গুলো কোড লেখা রয়েছে। প্রথম থেকে না লিখে সেই কোড গুলোকে নিজের আইডিয়ার জন্য মডিফাই করে নিলেই হয়। অনেক গুলো API রয়েছে, সেগুলোকে সঠিক ব্যবহার করলেই হয়। দারুণ কিছু করা যায়।

বর্তমান এবং ভবিষ্যৎ, দুইটাই প্রোগ্রামারদের জন্য। Come, fly with us 😉
বাংলায় সি প্রোগ্রামিং: http://jakir.me/c/
বাংলায় পাইথন প্রোগ্রামিং: http://jakir.me/python/
বাংলায় সুইফট প্রোগ্রামিং: http://jakir.me/swift/

Leave a Reply