প্রথম পিএইচপি প্রোগ্রাম

পিএইচপি প্রোগ্রাম গুলো রান করতে হয় সার্ভারে। আমরা চাইলে আমাদের কম্পিউটারকেই সার্ভার হিসেবে তৈরি করতে পারি। তার জন্য অনেক গুলো সফটওয়ার রয়েছে। উইন্ডোজের জন্য জনপ্রিয় হচ্ছে WAMP। সার্ভার সম্পর্কে ধারণা, wamp সার্ভার ইন্সটল এবং ব্যবহার লেখা থেকে বিস্তারিত ইন্সটলেশন গাইড পেয়ে যাবে।

WAMP ইন্সটল করার পর তা অনলাইন করতে হবে।  অনলাইন করার পর  আপনার ব্রাউজারে গিয়ে http://localhost/ লিখুন । তাহলে WAMP সম্পর্কে তথ্য দেখাবে।

 

এবার দেখব কিভাবে একটি প্রোগ্রাম রান করবেন।

আপনার কোড গুলো একটি নোট প্যডে লিখে নিন। যেমন আমি নিছের কোড গুলোর যেকোন একটি লিখলাম।

<?php
echo"Hello World!";
?>

এবার এটির একটি নাম সিলেক্ট করে Extension পরিবর্তন করে .php দিন। যেমন আমি দিলামঃ  hello.php । খেয়াল রাখবেন যেন কোন Space না থাকে।

তার পর আপনার WAMP Server এর Root ডিরেকট্ররিতে রাখুন। রুট ডিরেকট্ররি নির্ভর করে আপনার ইন্সটলেশনের উপর। স্বাভাবিক ভাবে রুট ডিরেকট্ররি হচ্ছে ::::: C:\wamp\www । অর্থাৎ www ফোল্ডার। আপনার ফাইলটি www ফোল্ডারের ভিতর রাখুন। এবার আপনার ব্রাউজারে http://localhost/ফাইলেরনাম.php দিন। দেখবেন আপনার প্রোগ্রাম রান হয়েছে। আমি যেহেতু  hello.php  দিলাম তাই আমার ক্ষেত্রে হবে http://localhost/hello.php এবং নিচের মত রান হবে। এবং লেখা উঠবেঃHello World!

আসা করি আপনারা এবার PHP শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

 

Leave a Reply