প্রতিদিন পড়ার জন্য কয়েকটি ওয়েব সাইট

জ্ঞান বাড়ানোর জন্য নিউজ সাইট গুলো থেকে ব্লগ সাইট গুলো বেশি
দারুণ। যেখানে পাবলিক কন্ট্রিভিউশন হয়, এমন সাইট গুলোর কথা বলছি।

নিউজ সাইট গুলোতে যা শেয়ার হয়, সবই ফেব্রিকেটেড। কাউকে না কাউকে সন্তুষ্ট করে লেখা হয় অথবা মডারেশন হয়। কিন্তু ব্লগ গুলো লেখা হয় ফ্রি মাইন্ড থেকে। একজন ব্লগার ঠিক যেভাবে চিন্তা করে, সে ভাবেই লেখে।

medium.com, wordrpess.com, tumblr.com, এমন সাইট গুলোর মত অনেক গুলো আছে। এগুলোতে অনেকে অনেক বিষয় নিয়ে লেখে। আপনি যে যে বিষয়ে আগ্রহী ঐ সব কিওয়ার্ড/ক্যাটেগরি সেটিং করে রাখলে ঐ রিলেটেড লেখা গুলো সহজেই পড়তে পারবেন।

quora.com অবশ্যই দেখার চেষ্টা করবেন। এটার মত আরেকটা সাইট এই পৃথিবীতে পাবেন না। মহাবিশ্বেও না।

যে জন্ম থেকেই সুন্দর, তাকেও সৌন্দর্য সম্পর্কে জানতে হয় নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য। যে জন্ম থেকেই প্রতিভাবান, তাকেও জানতে হয় নিজের প্রতিভাকে খুঁজে বের করার জন্য। ভালো কিছু করতে হলে জানতে হবেই হবে।

আপনি যে বিষয় নিয়ে পড়ালেখা করেন, যে সব বিষয়ে আপনি আগ্রহী, ঐ রিলেটেড ব্লগ কে লেখে, তা গুগলে খুঁজে বুকমার্ক করে রাখতে পারেন। নিউজলেটারে সাবস্কাইব করে রাখতে পারেন, নতুন লেখা আসলে যেন পেতে পারেন। এরপর নিয়মিত পড়তে থাকেন। অনেক কিছু জানতে পারবেন। আর যত বেশি জানতে পারবেন, তত বেশি কাজে লাগতে পারবেন।

একদিন বলতে পারবেনঃ I read and I know things 

4 thoughts on “প্রতিদিন পড়ার জন্য কয়েকটি ওয়েব সাইট”

  1. ধন্যবাদ জাকির ভাই আপনাকে। চমৎকার আর্টিকেল ছিলো। পড়ে সত্যিই উপকৃত হলাম। আমি রেগুলার চেষ্টা করি নিউজ সাইটের চাইতে ব্লগ সাইট গুলো নিয়মিত পড়ার। Quora সাইটি সম্পর্কে আমরা অনেকেই খুব একটা জানি না। আশা করি Quora সাইটি নিয়ে আপনি আলাদাভাবে একটি আর্টিকেল লিখবেন।

    Reply
  2. আপনার এই আর্টিকেল পরার পর থেকে আমি Quora নিউজলেটারে সাবস্কাইব করে রাখছি, কিন্তু ইংরেজি ভালো না জানার করনে অনেক কিছু বুজতে অসুবিধা হয়।

    Reply
  3. ভালো বলেছেন- কিন্তু দুঃখের বিশয় হল এগুলি সবই দেশের বাইরের ওয়েব সাইট। দেশি কোন সাইট বাংলায় থাকলে আপনার সাজেশন চাই। ধন্যবাদ

    Reply

Leave a Reply