পরবর্তী ডেভেলপমেন্ট প্লাটফর্ম

ডেভেলপমেন্টের জন্য পরবর্তী প্লাটফরম হতে যাচ্ছে অ্যামাজন ইকো বা গুগল হোমের মত প্লাটফরম গুলো। এগুলো বলা যায় এখনো বাচ্চা পর্যায়। আরো অনেক ইম্প্রুভ হবে।

এখন এই ডিভাইস গুলো হচ্ছে ডিসপ্লে ছাড়া। সামনে বাসার যে যে কোন ডিস্প্লেতে এগুলো যুক্ত করা যাবে। আপনি যে রুমে থাকবেন, ঐ রুমের ডিসপ্লেতে তথ্য দেখাবে। সাইন্স ফিকশন মুভি গুলোর সেন্ট্রাল কন্ট্রোলারের মত। আর এগুলো সব কাজে সাহায্য করবে। রান্না করতে যচ্ছেন? এগুলো একের পর এক ইন্সট্রাকশন দিবে। সব কিছু মনিটর করবে, কোন ভুল হলে সাথে সাথেই আপনাকে জানাবে।

বাচ্চা কাচ্চার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে বুঝতে পারছেন না? তাদের এক্টিভিটি মনিটর করে আপনাকে জানিয়ে দিবে কি করতে হবে। কি করলে তাদের জনয় ভালো হবে।

নতুন কিছু শিখতে চাচ্ছেন? একজন প্রফেশনাল শিক্ষকের মত আপনাকে যে কোন বিষয় শিখতে সাহায্য করবে। অ্যামাজন ইকো বা গুগল হমে স্কিল যুক্ত করা যায়। আর তা যে কেউই ডেভেলপ করতে পারে।

মিডিয়ামে একটা আর্টিকেল দেখলাম, একজন গিটার শিখতে চাচ্ছে, তখন উনি নিজেই অ্যামাজন ইকোর জন্য গিটার শেখার স্কিল তৈরি করে নিল। এরপর ইকো উনাকে গিটার শিখতে সাহায্য করল। ডেভেলপারদের জন্য দিন দিন স্কোপ বেড়ে চলছে। এখন দরকার শুধু আইডিয়া। দারুণ একটা আইডিয়া 🙂

2 thoughts on “পরবর্তী ডেভেলপমেন্ট প্লাটফর্ম”

Leave a Reply