নিত্যদিনে ব্যবহৃত গিট কমান্ড গুলো

ডেভেলপমেন্টে প্রতিদিনই আমাদের গিট নিয়ে কাজ করতে হয়।  যে গিট কমান্ড গুলো সর্বদা ব্যবহৃত হয়, তার একটা লিস্ট এখানে সংক্ষিপ্ত বর্ননা সহ লেখার চেষ্টা করেছি। গিট ও গিটহাব  সম্পর্কে জানতে এই লেখাটি পড়তে পারেনঃ গিট সম্পর্কে ধারণা, গিট ইন্সটল, ব্যবহার এবং গিটহাব এ একটা প্রজেক্ট পুশ করা.।

গিট কনফিগারেশন

$ git config

এই কমান্ড প্রজেক্ট অথরের নাম এবং ইমেইল সেট করে।

সব গুলো প্রজেক্টের জন্যঃ
$ git config –global user.name “[name]”
$ git config –global user.email “[email address]”  

একটা নির্দিষ্ট প্রজেক্টের জন্যঃ

$ git config –local user.name “[name]”
$ git config –local user.email “[email address]”

গিট ইনিটিশিয়ালাইজ

$ git init

ক্লোন

$ git clone [url]
একটা রিমোট রিপোজিটরি থেকে লোকাল কম্পিউটারে কোন রিপোজিটরি নেওয়ার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

স্টেজিং এরিয়াতে ফাইল যুক্ত করা

সব গুলো ফাইল যুক্ত করতেঃ
$ git add .
একটা নির্দিষ্ট ফাইল যুক্ত করতেঃ
$ git add [file name]

কমিট

$ git commit -m “[commit message]” 
এই কমান্ড পার্মানেন্টলি কোন ফাইলের পরিবর্তন গুলো রিপোজিটরে সেভ করে।

বিভিন্ন ভার্সনের মধ্যে পার্থক্য গুলো দেখা

ফাইলের এডিটিং পরিবর্তন গুলো দেখতেঃ
$ git diff

রিপোজিটোরির ফাইল গুলোর এডিটিং ভার্সন এবং স্ট্যাজিং এরিরার পার্থক্য গুলো দেখতে
$ git diff –staged

রিপোজিটোরির দুইটা ব্রাঞ্চের ফাইল গুলোর পার্থক্য গুলো দেখতে
$ git diff [first branch] [second branch]

গিট রিসেট

$ git reset [file]  

একটা ফাইল স্টেজিং অবস্থায় থাকলে তা আনস্টেজ করে। এই কমান্ডে ঐ নির্দিষ্ট ফাইলের কন্টেন্ট গুলো পরিবর্তন করে না।

$ git reset [commit]
এই কমান্ড ব্যবহার করলে নির্দিষ্ট কমিটে ফিরে যায় কিন্তু রিপোজিটোরির পরিবর্তন গুলো লোকালি রেখে দেয়।

$ git reset –hard [commit]  

এই রিসেট কমান্ড ব্যবহার করলে নির্দিষ্ট কমিটে ফিরে যায় এবং রিপোজিটোরির পরিবর্তন গুলোও রিসেট করে ঐ নির্দিষ্ট কমিটে সেট করে দেয়।

গিট স্ট্যাটাস

$ git status

রিপোজিটরি কি অবস্থায় রয়েছে, সে তথ্য দেখাবে। কোন কোন ফাইল কমিট করতে হবে, সেগুলো দেখাবে।

গিট রিমুভ

$ git rm [file]

এই কমান্ড ব্যবহার করে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে একটা ফাইল রিমুভ করা হয়।

গিট লগ

$ git log
এই কমান্ড দিয়ে আমরা যে ব্রাঞ্চে রয়েছি, ঐ ব্রাঞ্চের ভার্সন হিস্টরি দেখতে পারব।
$ git log –follow[file]

একটা নির্দিষ্ট ফাইলের ভার্সন হিস্টরি দেখতে এই কমান্ড ব্যবহার করা হয়।

git show
$ git show [commit]
একটা কমিটের মেটাডেটা এবং এর পরিবর্তন গুলো দেখতে ব্যবহৃত হয়।

git tag
$ git tag [commitID]

একটা কমিটে ট্যাগ দিতে এই কমান্ড ব্যবহৃত হয়।

গিট ব্রাঞ্চ

$ git branch
রিপোজিটরির ব্রাঞ্চ গুলোর লিস্ট দেখাবে।

$ git branch [branch name]
এই কমান্ড দিয়ে নতুন ব্রাঞ্চ তৈরি করা হয়

$ git branch -d [branch name]
এই কমান্ড দিয়ে একটা ব্রাঞ্চ ডিলেট করা হয়।

গিট চেকআউট

$ git checkout [branch name]
একটা ব্রাঞ্চে সুইচ করতে ব্যবহৃত হয়।

$ git checkout -b [branch name]
একটা নতুন ব্রাঞ্চ তৈরি করে ঐ ব্রাঞ্চে সুইচ করতে ব্যবহৃত হয়।

গিট মার্জ

$ git merge [branch name]
বর্তমানে থাকা ব্রাঞ্চের সাথে কমান্ডে ব্যবহৃত ব্রাঞ্চ মার্জ করে।

গিট রিমোট

$ git remote add [variable name] [Remote Server Link]
লোকাল রিপোজিটোরির সাথে রিমোট রিপোজিটরি যুক্ত করতে ব্যবহৃত হয়।

গিট পুশ

$ git push [variable name] master
এই কমান্ড ব্যবহার করে লোকাল রিপোজিটোরির মাস্টার ব্রাঞ্চের পরিবর্তন গুলো রিমোট রিপোজিটোরিতে পাঠায়।

$ git push [variable name] [branch]
এই কমান্ড দিয়ে নির্দিষ্ট ব্রাঞ্চের পরিবর্তন গুলো রিমোট ব্রাঞ্চে পাঠায়।

$ git push –all [variable name]
এই কমান্ড দিয়ে লোকাল রিপোজিটোরির সকল ব্রাঞ্চের পরিবর্তন গুলো রিমোট রিপোজিটোরিতে পাঠায়।

$ git push [variable name] :[branch name]
রিমোট রিপোজিটরির একটা ব্রাঞ্চ রিমুভ করতে এই কমান্ড ব্যবহৃত হয়।

গিট পুল

$ git pull [Repository Link]
ওয়ার্কিং ডিরেক্টরির সাথে রিমোট রিপোজিটরি থেকে পরিবর্তন গুলো নিয়ে মার্জ করে।

গিট স্ট্যাস

$ git stash save

সাময়িক ভাবে মডিফাইড ফাইল গুলো স্টোর করে রাখতে এই কমান্ড ব্যবহৃত হয়।

$ git stash pop

সর্বশেষ স্ট্যাস করা পরিবর্তন গুলো রিস্টোর করে

$ git stash list

সকল স্ট্যাস এর লিস্ট দেখা

$ git stash drop

সর্বশেষ স্ট্যাস করা পরিবর্তন গুলো বাদ দিতে এই কমান্ড ব্যহৃত হয়।

1 thought on “নিত্যদিনে ব্যবহৃত গিট কমান্ড গুলো”

Leave a Reply