তুমি

তুমি শুধু সুন্দর হলে হয়তো তোমাকে আমার এত ভালো লাগত না। জানো, পৃথিবীতে অনেক সুন্দর মেয়ে রয়েছে। কিন্তু সৌন্দর্যের সাথে সৃজনশীলতা? খুব কম মেয়েরই থাকে। কত মানুষেরই তো সৃজনশীলতা রয়েছে, কিন্তু দারুণ কিছু করার কোন ইচ্ছে নেই। কিন্তু তোমার? ভালো কিছু করার আগ্রহটা আমার কি যে ভালো লাগে। ভালো লাগে তোমার বুদ্ধিমত্তা। কেউ একজন বলেছিল There is nothing wonderful then beauty with a beautiful brain। কিছুটা পাগলী, কিছুটা রাগী, কিছুটা অদ্ভুত এসব কিভাবে ভালো না লাগে বলো তো?

সব কিছু মিলে কি চমৎকার তুমি, জানো? তোমাকের দেখলে নিজেকে খুব মলিন মনে হয়। তোমার কাজ গুলো দেখলে কেমন ভালো লাগা কাজ করে, আবার খারাপ লাগাও কাজ করে। কেমন একটা মিশ্র অনুভূতি। আমি যদি তোমার মত এত সুন্দর কিছু তৈরি করতে পারতাম। তোমাকে দেখার পর যদি কখনো আয়নার সামনে যাই, নিজেকে নিজে জিজ্ঞেস করি, আরেকটু সুন্দর হলে এমন কি ক্ষতি হতো? তোমার এতসব অসাধারণ নৈপুণ্যর মাঝে নিজেকে খুব অযোগ্য মনে হয়। আর তাই দূর থেকেই তোমাকে দেখে যাই। কত যে ভালো লাগে। ভালোবাসি বলার সাহস হয়ে উঠে না। কখনো উঠবে কিনা, তাও জানি না। জেনো রেখো, কাউকে দূর থেকেও ভালোবাসা যায়। প্রমাণ? এই আমি।

জানো, পৃথিবীতে কত মানুষ। সব মানুষের মাঝে আমি তোমাকে খুঁজে বেড়াই। জানি না মহাবিশ্বের অন্য কোন গ্রহ সম্পর্কে। কিন্তু এতটুকু জানি, এই গ্রহটিতে সাড়ে সাত বিলিয়ন মানুষের মাঝে একটাই তুমি। কি অসাধারণ একটা বৈশিষ্ট্য, পৃথিবীটাতে দুইটা তুমি নেই। নেই বলেই আমি শুধু তোমাকেই খুঁজে যাই। বার বার।

Leave a Reply