ওয়ার্ডপ্রেস থীম ডেভলপারদের জন্য WordPress Cheat Sheet

এখানে  থীম ডেভেলপমেন্টে প্রয়জনীয় চারটি WordPress Cheat Sheet শেয়ার করলাম। ইমেজের উপর ক্লিক করলে বড় হয়ে ওপেন হবে। নিছে ডাউনলোড লিঙ্ক ও দেওয়া রয়েছে।

Template Map 

Template Tag

Loop Visual Model

Theme Anatomy

আপনি যদি থীম ডেভেলপকারী হয়ে থাকেন বা থীম কাস্টোমাইজ করে থাকেন তাহলে এগুল অনেক কাজে দিবে। অনেক গুলো ট্যাগ মুখস্ত করা থেকে বেঁচে যাবেন। উপরের ছবি গুলো দেখতে অসুবিধে হলে বা সংগ্রহ করে রাখার জন্য এখান থেকে ডাউনলোড করে নিন।

18 thoughts on “ওয়ার্ডপ্রেস থীম ডেভলপারদের জন্য WordPress Cheat Sheet”

  1. ১ টা ছিল , বাকি তিনটার জন্য অজস্র ধন্যবাদ 🙂
    wptuts আর net tuts না কি জানি , এগুলা আসলেই কাজের, বাট খুব বেশি ঢুকা হয় না। 🙁

    Reply
  2. ভাই এমনেতেই আপনি আমার গুরু তারপর ও ধন্যবাদ!

    Reply
  3. বস আপনি গ্র্যাট। বাংলাদেশে অনেক গ্র্যাট আছে কিন্তু আপনার মত মনখোলা আর আমি তেমন পাইনি। সবাই প্রত্যােকে প্র্রতিটা বিষয়ে কিন্তু রাখে আপনি তা রাখনে না। ধন্যবাদ বাদ বস। আমার খুব ইচ্ছা এটা শেখার কিন্তু মাতাই ধরেনা। যখনি শুনি এইচটি এমএল, সিএসএস ইত্যাদি একদম দম বন্ধ হয়ে যায়। বস শুধু আমি ওয়ার্ডপ্রেস থীম তৈরি করা শিখতে চাই। একদম ক থেকে শেষ পর্যন্ত বাংলা টিউটরিয়াল কি পাব আপনার কাছ থেকে যাতে আমি ওয়ার্ডপ্রেস এর যেকোন দরনের থীম তৈরি করতে পারি। বস জানাবেন আশা করি। ধন্যবাদ

    Reply

Leave a Reply