ওয়ার্ডপ্রেসে নতুন কোন প্লাগইন্স ইন্সটলের কারনে 404: Page Not Found সমস্যা ও তার সমাধান

 404: Page Not Found অনেক গুলো কারনেই হতে পারে। কোন পেইজ না পেলে ও  404: Page Not Found দেখায়। তবে ওয়ার্ডপ্রেসে নতুন কোন প্লাগইন্স ইন্সটলের কারনে 404: Page Not Found সমস্যা ও তার সমাধান নিয়ে বলছি আমি।

 যারা নতুন প্লাগইন্স ইন্সটলের জন্য ওয়ার্ডপ্রেসের সার্চ ইঞ্জিন ব্যবহার করে সার্চ করে তার পর সরাসরি প্লাগইন্স ইন্সটল করে তাদের প্রায় সময় প্লাগইন্স ওয়ার্ডপ্রেসের সাথে মিল না থাকার কারনে 404: Page Not Found বা সার্ভার সমস্যা হতে দেখা যায়। তাছাড়া অনেক সময় আপলোড করে ইনস্টল করার সময় ও প্লাগইন্স এ বাগ থাকার কারনে ও এ সমস্যা দেখা দেয়। আবার যে সব প্লাগইন্স .htaccess  ফাইলটিকে এডিট করার দরকার পড়ে সে সব প্লাগইন্স ইন্সটল করার সময় এ সমস্যায় বেশি পড়তে হয়। 

এর প্রতিকার হতে পারে .htaccess ফাইল কে এডিট করা বা আগের কোন ব্যাকয়াপ থাকলে সেখান থেকে .htaccess  ফাইলটি রিস্টোর করা। এটাতে কাজ না হলে FTP/Control Panel থেকে ইন্সটল কৃত প্লাগইন্সটি মুচে দেওয়া। আসা করি এতে কাজ হয়ে যাবে।

4 thoughts on “ওয়ার্ডপ্রেসে নতুন কোন প্লাগইন্স ইন্সটলের কারনে 404: Page Not Found সমস্যা ও তার সমাধান”

  1. “এটাতে কাজ না হলে FTP/Control Panel থেকে ইন্সটল কৃত প্লাগইন্সটি [মুচে] দেওয়া”- এখানে মুছে দেওয়া বানানটিও ভুল রয়েছে।

    বানানের প্রতি আরো যত্নশীল হতে হবে 😉

    Reply
  2. কিন্তু ভাইয়া নতুন থিম ব্যবহার করে থিমকে customize করতে গিয়ে এ সমস্যা হচ্ছে। এখন এর সমাধান কি?

    Reply

Leave a Reply