এক্কা দোক্কা মন

কারণে অকারণে আমাদের মন খারাপ হয়। মন আছে বলেই মন খারাপ হয়। রোবটদের কোন মন নেই, তাই তাদের মনও খারাপ হয় না।

কিছু পেতে চেয়ে না পেলে মন খারাপ হয়। যা চাই, তা হয়তো কখনো পাওয়া হয়। পাওয়ার আনন্দ তখন আর থাকে না। কারণ ততদিনে চাওয়ার লিস্টে নতুন কত কিছুই যুক্ত হয়।

কখনো কখনো না চাইতেও অনেক দারুণ কিছু পাওয়া হয়। তখন কি যে আনন্দ হয়। চাওয়ার লিস্টটা ছোট রাখলে মন খারাপ কম হয়। যা পাওয়া যায়, তা নিয়েই আনন্দে থাকা যায়।

কখনো আবার অভিমানের জন্ম নেয়। কেন আমার সাথে কথা বলে নি। কেন এটা হয়েছে, কেন ঐটা হয়েছে। কত গুলো কেন। ছোট ছোট অভিমান গুলোর কারণেও মন খারাপ হয়ে উঠে। নিজের মন খারাপ আসলে অন্য কেউ পাত্তা দেয় না। অন্যরা হয়তো ভাবে, তোমার মন খারাপ তাতে আমার কি! আসলেই কারো কিছু যায় আসে না। দিন শেষে সবাই কত একা। সবাই চায় ভালোবাসতে, ভালোবাসা পেতে।

কে কেমন, আমরা বর্তমানে থেকে হয়তো জানতে পারি না। কিন্তু ভবিষ্যৎ থেকে যখন অতীতের দিকে তাকাই, সব কি সুন্দর ভাবেই না বুঝতে পারি। সব কিছুই এক সময় ঠিক হয়ে যায়। মন ও। শুধু স্মৃতি গুলো থেকে যায়। যেগুলো মাঝে মাঝে আগের গল্প গুলো মনে করিয়ে দেয়। তখন আগের গল্প গুলো খারাপ হলেও ভালো লাগে। ভালো গল্প গুলো আমাদেরকে তাৎক্ষণিক আনন্দ দেয়। খারাপ গল্প গুলো আমাদেরকে ভবিষ্যৎ এর জন্য প্রস্তুত করে। ঐসব মনে পড়লে আনমনে উচ্চারণ করে উঠি, আহ!

একটুখানি আনন্দ, মন খারাপ, না পাওয়া, এক্কা দোক্কা, ভুল শুদ্ধ এসবই জীবন। খারাপ লাগলে সব কিছু ভালো হয়ে যাবে, এ চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই জীবন। সবার গন্তব্য তো একই। ভয় কিসের?

3 thoughts on “এক্কা দোক্কা মন”

Leave a Reply