ইমেইল ফিল্টার 

বিভিন্ন জায়গা থেকে নিয়মিত অনেক অদরকারি ইমেইল আসে যে এর মাঝে দরকারি গুলোও খুঁজে পাওয়া যায় না। অনেক ওয়েব সাইটে আনসাবস্ক্রাইব অপশনও থাকে না।  এগুলোতে সহজেই ফিল্টার ব্যবহার করতে পারি।
জিমেইলে কিভাবে এই ফিল্টার অপশন চালু করতে পারেন, তা দেখাচ্ছি। ইমেইলে ঢুকে ডান দিকের গিয়ার আইকনে ক্লিক করতে হবে।

এখান থেকে সেটিং অপশনে ক্লিক করতে হবে এরপর। তারপর Filter and Blocked Address থেকে Create New Filter এ ক্লিক করতে হবে।

তারপর From ফিল্ডে যে ইমেইলটির উপর ফিল্টার এপ্লাই করব, তা লিখে Create Filter বাটনে ক্লিক করতে হবে।

তাহলে নিচের মত অপশন গুলো দেখব। এখানে  ঐ ইমেইল থেকে ইমেইল আসলে যে যে কাজ গুলো করবে অটোমেটিক, তা সিলেক্ট করে দিতে হবে। যেমন যদি আমরা ডিলেট করে দিতে চাই, তাহলে Delete it সিলেক্ট করব। একের অধিক অপশন আমরা সিলেক্ট করতে পারব।

 

 

এরপর Create Filter এ ক্লিক করলে ফিল্টার তৈরি হয়ে যাবে। এই তো, এভাবেই বিরক্তিকর ইমেইল থেকে দূরে থাকতে পারেন।

 

ইমেইলের জন্য অনেক দরকারি একটা ক্রোম এক্সটেনশন আমি ব্যবহার করি। Checker Plus for Gmail™ নামে। ইমেইল আসলে সাথে সাথেই দেখতে পারি। পড়ে দেখতে পারি কি রয়েছে ঐ ইমেইলে। এর ফলে ইমেইল ইনবক্সে জমার সুযোগ হয় না।

Leave a Reply