অর্ধ বা অসম্পুর্ণ চেষ্টা

অর্ধ বা অসম্পুর্ণ চেষ্টা হচ্ছে ‘একটু করে দেখি’ টাইপ চেষ্টা। ‘আমাকে করতেই হবে’ চিন্তা করে নিজের ভুল ত্রুটি নিয়ে চেষ্টা করা হচ্ছে সম্পুর্ণ চেষ্টা।

সেরা জ্ঞানী হয়েও অসম্পুর্ণ চেষ্টা করে কোন কিছুতে সফলতা পাওয়া কঠিন। কিন্তু অল্প জ্ঞান নিয়েও সম্পূর্ণ চেষ্টা করলে সফলতা পাওয়া যায়। কারণ চেষ্টা করতে গিয়ে দরকারি বিষয় গুলো শিখে নেওয়া যায়।
আমরা কোন কিছু চাইতে পুরোটাই চাই, কিন্তু চেষ্টার বেলায় কেন অসম্পূর্ণ চেষ্টা করি?

কাউকে ভালোবাসেন, তাকে অর্ধেক পেতে চাইবেন? কোন একটা অংক অর্ধেক করে রাখলে তার কোন মূল্য থাকে? থাকে না। অসম্পূর্ণ চেষ্টার ও কোন মূল্য নেই। কোন কিছু সম্পূর্ণ ভাবে পেতে চাইলে তার জন্য চেষ্টাটাও সেভাবে নিজের সবকিছু দিয়ে করতে হোয়। যদি নিজের সর্বোচ্চ চেষ্টা করতে না পারেন, শুরু করারই দরকার নেই 🙂

1 thought on “অর্ধ বা অসম্পুর্ণ চেষ্টা”

Leave a Reply