প্রজেক্টের জন্য কপিরাইট ফ্রি কন্টেন্ট / ইমেজ খুজে বের করা

বিভিন্ন প্রজেক্টে অনেক সময় ইমেজ ব্যবহারের জন্য আমরা গুগলে সার্চ করে যেটা পাই, ঐটাই ব্যবহার করি। আর এতে কপিরাইট ভঙ্গ হয়।

কপিরাইট ভঙ্গ করা ঠিক না। বিভিন্ন মার্কেটপ্লেসে কপিরাইট ভঙ্গ করে কোন কনটেন্ট, ইমেজ বা লেখা ব্যবহার করে প্রজেক্ট আপলোড করতে তা গ্রহণ করা হয় না। সাসফেন্ড করে দেওয়া হয়। আবার একের অধিক সাসফেন্ডের কারনে মূল একাউন্ট ও সাসফেন্ড করে দেয়।

নিজের প্রজেক্ট / অ্যাপ / থিম ইত্যাদির জন্য নিজে নিজে যদি ইমেজ তৈরি করে না নিতে পারেন, কপিরাইট ভঙ্গ করে না, এমন ইমেজ খুজে নিতে পারেন। অনেক গুলো ওয়েব সাইটে এমন ফ্রি কন্টেন্ট পাওয়া যায়। ইমেজের ক্ষেত্রে গুগলেও সার্চ করে নিজ প্রজেক্টে ব্যবহারের জন্য ফ্রি / রি-ইউজ বা নন কমার্সিয়াল ইউজের জন্য ইমেজ খুজে নেওয়া যায়। এটা অনেক আগে থেকেই করা যায়। নতুন করে পরিচয় করে দেওয়া আরকি…

তার জন্য গুগল ইমেজ সার্চে গিয়ে Search tools এ ক্লিক করে এরপর Usage Right থেকে নিজের জন্য উপযোগী কপিরাইট মুক্ত ইমেজ খুজে নেওয়া যায়। নিচের ছবিটি দেখুনঃ

copyright free image

চারটা অপশন রয়েছেঃ

  1. Labeled for reuse with modification – আপনি ঐ ইমেজ মডিফাই করে নিজের মত করে ব্যবহার করতে পারবেন
  2. Labeled for reuse – আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। [কপিরাইট ফ্রি এবং আপনার অ্যাপ / প্রজেক্ট মানিটাইজ করার জন্য ব্যবহার করলে এটাই বেস্ট অপশন]
  3. Labeled for noncommercial reuse with modification- নন কমার্শিয়াল যে কোন প্রজেক্টে ইমেজটি মডিফাই করে ব্যবহার করতে পারবেন।
  4. Labeled for noncommercial reuse – নন কমার্শিয়াল যে কোন প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। কিন্তু মডিফাই না করে।

বিদ্রঃ এখানে আবার ফ্রি ইমেজ সার্চ করলে ভিবিন্ন কম্পানির লগো/ ট্রেডমার্ক যুক্ত ছবিও আসতে পারে। তো ঐসব ছবি নিজের প্রজেক্টের লগো হিসেবে ব্যবহার করলেও সমস্যা হবে। যেমন আপনি একটা রি ইউজ করার মত ইমেজ পেয়েছেন, কিন্তু ঐটা মাইক্রোসফট এর লগো, আপনি চাইলেই ঐটা ব্যবহার করতে পারেন না। তাই এসব জিনিস মাথায় রাখতে হবে।

হ্যাপি ডেভেলপিং। 🙂

Leave a Reply