পিএইচপিতে রেন্ডম [এলোমেলো] নাম্বার

অনেক প্রজেক্টেই রেন্ডম নাম্বার তৈরি করতে হয়। পিএইচপি তে রেন্ডম নাম্বার তৈরি করার জন্য একটা ফাংশন রয়েছে rand() নামে।
আপনি একটি পিএইচপি ফাইল খুলে echo rand(); লিখলেই আপনাকে যে কোন একটা নাম্বার দিবে। পুরো পিএইচপি ফাইলটিঃ


<?php
echo rand();
?>

এখন আপনার যত ইচ্ছে তত রেন্ডম নাম্বার তৈরি করতে পারেন।


<?php
echo rand(). "\n";

echo rand(). "\n";

echo rand(). "\n";

echo rand(). "\n";
?>

একটার সাথে আরেকটার মিল থাকা খুবই কম।

কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রেন্ডম নাম্বার তৈরি করতে চাই তাহলে কি করব?
হ্যা, তার জন্য আমরা রেঞ্জটি ঠিক করে দিতে পারি।


<?php

echo rand(1, 10);
?>

যা আমাদের ১ থেকে ১০ এর মধ্যে যে কোন একটা নাম্বার দিবে।
এবার আমরা ইচ্ছে করলে একটু খানি কন্ডিশন যোগ করে আমাদের প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারি। কন্ডিশনটা আপনি কিভাবে ব্যবহার করতে চান তার উপর নির্বর করে। নিচে ছোট্ট একটা উদাহরন দেওয়া হলোঃ


<?php
$rand = rand(1, 3);
if ($rand == 1){
echo "Generated number is 1";
}else if ($rand == 2){
echo "Generated number is 2";
}else {
echo 'Generated number is 3';
}
?>

3 thoughts on “পিএইচপিতে রেন্ডম [এলোমেলো] নাম্বার”

  1. আপনার এই পোস্টটি আমার খুব কাজে লাগসে ধন্যবাদ আশা করবো পিএইচপি নিয়ে আরও পোস্ট পাবো

    Reply
  2. পিএইচপি ভালো লাগে কিন্তু , php supported ফ্রী হোস্ট পাইনা।(XAMPP তে করি) একটা -দুটো পেলেও কয়েক দিন পর বন্ধ হয়ে যায়। আপনার যদি জানা থাকে please বলবেন।

    Reply

Leave a Reply