HTML শিখুন HTML5 সহ [পর্ব-10] Intro to HTML5

বিসমিল্লাহহির রাহমানের রাহীম।

অনেক দিন পর আবারও HTML নিয়ে ফিরে আসলাম। মাঝখানে পরীক্ষা থাকার জন্যে অনেক দিন কোন টুইট করা হয় নি।

এর আগে HTML নিয়ে অনেক কিছু লেখা হয়েছে কিন্তু HTML5 নিয়ে লেখা হয় নি। কারন HTML5  হচ্ছে HTML এরই নতুন ভার্শন। HTML এর সব কিছুই HTML5 এর মধ্যে রয়েছে। তাই আগে HTML সম্পর্কে জানলে HTML5 সম্পর্কে জানতে শুবিদে হবে। এ জন্যই আগে HTML নিয়ে এত গুলো টুইট করা হয়েছিল। যারা আগের গুলো মিস করছেন বা এত দিন আমি কোন টুইট না করার জন্য সব ভুলে গেছেন তারা একটু প্রথম থেকে ঘুরে আসতে পারেন।

এখন তাহলে একটু HTML5 সম্পর্কে জানিঃ

HTML5 কি?

  • প্রথমেই বলতে হয় এটি এখনো HTML ই রয়েছে। যা ১৯৯০ সালে তৈরি হয় এবং এর পর সবছেয়ে স্টান্ডার্ড ভার্সন হচ্ছে HTML4 যা ১৯৯৭ সালে রিলিজ হয়।
  • এটি HTML এর আরেকটি প্রজন্ম (Genesis) যা HTML এর উন্নত ভার্সন এবং এখনও HTML5 ডেভলপিং এর মধ্যে রয়েছে।

HTML5 কেন?

  • নতুন ও আকর্ষনীয় ওয়েব ডেভলপিং এর জন্য।
  • ওয়েব এপলিকেশন গুলো তৈরি করার জন্য
  • সবছেয়ে বড় কথা হল HTML5 এর মূল লক্ষ্য বা উদ্দ্যেশ্য হচ্ছে মাল্টিমিডিয়া সাপোর্টসহ একটি স্টান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সরবরাহ করা যা সহজেই মানুষ এবং আমাদের কম্পিউটার এবং ইলেক্ট্রিক ডিভাইস গুলো  সনাক্ত করতে পারবে কোন সমস্যা ছাড়া।

নতুন কি কি রয়েছে HTML5 এ?

নতুন Element :

একশ এর ও উপরে অনেক গুলো নতুন HTML Element যেমন, article, aside, audio, canvas, command, datalist, details, embed, figcaption, figure, footer,

নতুন Attribute :

অনেক গুলো নতুন  Attribute Ping, async, custom attr. etc.

নতুন Events:

ondrag, ondragstart, ondragend, ondrop  নতুন API সহ আরো অনেক কিছু।

HTM5, HTML থেকে ও সিম্পল,

যেমন HTML5 এর doctype Declaration নিচের মত করে লেখা হয়ঃ

<!DOCTYPE HTML>

যেখানে HTML এর doctype Declaration করা হয় নিচের মত করে!!!

<!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN"
"http://www.w3.org/TR/html4/loose.dtd">

এবার বলুন কোনটা সহজ?

Sectioning Elements সমূহ:

  • <header>
  • <nav>
  • <section>
  • <aside>
  • <article>
  • <footer>

দেখুন কত সহজেই পুরো ওয়েব পেইজকে সাজানো যায় HTML5 দ্বারা।

অনেক দিন পর টুইট করছি, সামনের টুইটে HTML5 নিয়ে বিস্তারিত লিখব ইনশাহ আল্লাহ। সেই অপেক্ষায়।

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Leave a Reply