আমরা আমাদের প্রথম পাইথন প্রোগ্রাম লিখব কোন কিছু ইন্সটল করা ছাড়াই। অনলাইনে পাইথনের কোড লেখার জন্য অনেক গুলো IDE রয়েছে। তেমনি একটা হচ্ছে Python Fiddle। লিঙ্কঃ
Python Fiddle এ গেলে মাঝ খানে একটা টেক্সট এরিয়া পাবো। ঐখানেই আমরা আমাদের পাইথনের কোড লিখব। পাইথনে প্রোগ্রামিং করা অনেক সহজ। যেমন কনসোলে Hello World! লেখার জন্য লিখতে হয়ঃ
হ্যা, মাত্র এক লাইন লিখেই আমরা একটা পাইথন প্রোগ্রাম লিখে ফেলতে পারি। Python Fiddle এর টেক্সট এরিয়াতে কোডটি লিখব। এবং উপরের দিক থেকে Run এ ক্লিক করে রান কব। তাহলে নিচের দিকে আমাদের আউটপুট দেখাবে। নিচের ছবিটি দেখতে পারিঃ
তিনটা প্রধনা অংশ। একটাতে আমরা কোড লিখেছি। Run এ ক্লিক করে আমরা রান করেছি। এবং অবশেষে নিচের দিকে আমাদের আউটপুট পেয়েছি। হুররে বলে একটা চিৎকার দিতে পারি। আমরা প্রথম প্রোগ্রাম লিখে ফেলেছি। আমরা এখন প্রোগ্রামিং পারি। আর প্রোগ্রামিং এতই সহজ।
Hello world! পরিবর্তন করে যে কোন কিছু লিখে রান করে দেখি। কি মজা! আমরা যা লিখছি, তাই দেখাচ্ছে।
এভাবে Python Fiddle এ গিয়ে আমরা পাইথনের কোড লিখতে পারি। Python Fiddle এর বাম পাশে দেখব Example নামে একটা অংশ রয়েছে। যেখানে অনেক গুলো পাইথনের কোড রয়েছে। আমরা যে কোন একটাতে ক্লিক করলে অটোমেটিক কিছু কোড টেক্সট এরিয়াতে চলে আসবে। তারপর আমরা সেগুলো রান করালে নিচের দিকে আউটপুট দেখতে পাবো। আস্তে আস্তে আমরা সে গুলো দেখব। এখন হয়তো কোড গুলো বুঝব না, কিন্তু কিছু দিনের মধ্যেই আমরা আস্তে আস্তে সব গুলো কোড বুঝতে পারবো। নিজে নিজে অনেক বড় বড় প্রোগ্রাম লিখে ফেলতে পারব। লিখে ফেলতে পারব বিশাআআল সফটওয়ার বা গেম। তারপর একদিন নিজে নিজে গেম তৈরি করে নিজে নিজেই খেলব। ঠুস ঠাআআস! ঢিসুউউম!
কম্পিউটারে পাইথন ইন্সটল করে প্রোগ্রাম লেখাঃ
আচ্ছা, আমাদের কম্পিউটারে সব সময় ইন্টারনেট নাও থাকতে পারে। বা আমরা পাইথন প্রোগ্রামিং করার জন্য আমাদের কম্পিউটারে একটা IDE ইন্সটল করতে চাই, তখন কি করব তাই তো? সহজ।
প্রথমে পাইথনের ওয়েবসাইট থেকে পাইথন ডাউনলোড করে নিতে হবে। এরপর ইন্সটল। যে কোন সফটওয়ারের মতই ইন্সটল করে নেওয়া যাবে।
ইন্সটল করার পর User Variable এ পাইথনের পাথ যুক্ত করতে হবে। মানে হচ্ছে আমরা যে পাইথন আমাদের কম্পিউটারে ইন্সটল করেছি, তা কম্পিউটারকে বলে দিতে হবে।
তার জন্য Control Panel থেকে System এ ক্লি করতে হবে। System থেকে Advance System সেটিং এ ক্লিক করতে হবে। এরপর Environment Variable এ ক্লিক করতে হবে। বুঝতে অসুবিধে হলে নিচের ছবিটি দেখতে পারিঃ
ঐখান থেকে User Variable থেকে path এ ক্লিক করে Edit করতে হবে। এবং শেষে পাইথনের ডিরেক্টরিটা যুক্ত করে দিতে হবে। পাইথন যেখানে ইন্সটল করেছি, যেমন C ড্রাইভে। সেখানে গেলে Python এর ফোল্ডার পাবো। ফোল্ডারে ঢুকে এড্রেস বার থেকে তা কপি করব, যেমন C:Python34। এখানে অন্য নাম থাকতে পারে যেমন C:Python35 বা C:Python38 এমন। পাইথনের ভার্সনের উপর নির্ভর করে।
PATH এ অনেক অন্যান্য সফটওয়ারের অনেক পাথ থাকতে পারে। সেগুলোর শেষে একটা সেমিকোলন দিয়ে [;] দিয়ে আমরা পাইথনের পাথটা যুক্ত করব। এতটুকু ;C:Python34
এরপর ওকে ওকে দিয়ে বের হয়ে আসব। পাথ সেট করা শেষ হয়ে আমরা কমান্ড লাইন ওপেন করব। কমান্ড লাইনে লিখবঃ
তাহলে যদি আমাদের পাইথনের ভার্সন দেখায়, তাহলে বুঝতে পারব আমরা পাইথন ঠিক মত ইন্সটল করতে পেরেছি। যদি না দেখা, তাহলে বুঝতে হবে আমাদের পাথ সেটিং ঠিক মত হয় নি। কোন ভুল করেছি কিনা, তা দেখে বের করব। এবং আবার কমান্ড লাইনে ভার্সন দেখার চেষ্টা করব।
পাইথন ইন্সটল করার পর পাইথনের কোড লেখার জন্য আমাদের একটা এডিটর বা IDE লাগবে। যেখানে আমরা পাইথনের কোড গুলো লিখব। অনেক গুলো IDE রয়েছে। সুন্দর একটা কোড এডিটর হচ্ছে Sublime Text
Sublime Text ডাউনলোড করে ইন্সটল করে নিব। এরপর ফাইল মেনুতে ক্লিক করে New File এ ক্লিক করব। এখানে আমরা আমাদের পাইথন কোড লিখব। আমাদের প্রথম পাইথন কোডটিই আবার লিখি।
print("Hello World!");
এবার সেভ করি। Ctrl + S এ ক্লিক করে বা FIle > Save থেকে। যেখানে সেভ করতে চাই, তা দেখিয়ে দিব। ফাইলের এক্সটেনশন দিব .py যেমন আমরা সেভ করতে পারিঃ hello.py নামে।

এবার সাবলাইম টেক্সট এর Tools মেনু থেকে Build System থেকে Python সিলেক্ট করব।
এবং শেষে Ctrl + B চেপে আমরা আমাদের প্রথম প্রোগ্রাম সাবলাইম টেক্সট এ রান করব। তাহলে নিচের দিকে কনসোলে আমাদের প্রোগ্রামের আউটপুট দেখাবে। নিচের ছবিটির মতঃ

ইয়া!! আমরা আমাদের কম্পিউটারেও পাইথন কোড লিখতে পারি। এবার সময় পেলেই আমরা পাইথনে প্রোগ্রামিং করব। শুভ প্রোগ্রামিং 🙂
তবে সবচেয়ে ভালো হয় যদি PyDev IDE ব্যবহার কর। PyDev হচ্ছে পাইথনের IDE. আর এটি ইন্সটল করার জন্য LiClipse ডাউনলোড করে নিব।
LiClipse ডাউনলোড করে ইন্সটল করব। তারপর স্টার্টমেনু বা ডেস্কটপে তৈরি হওয়া সর্টকার্ট থেকে ওপেন করব। প্রথমবার ওপেন করলে আমাদের একটা থিম সিলেক্ট করতে বলবে। যে কোন একটা সিলেক্ট করে ওকে দিব। তাহলে LiClipse রিস্টার্ট করতে বলবে। Yes দিলে আবার LiClipse ওপেন হবে।
File মেনু থেকে New PyDev প্রজেক্ট এ ক্লিক করব। প্রজেক্ট এর একটি নাম দিব। এবং Create a src folder and add it to the Pythonpath রেডিওবাটনটা সিলেক্ট করে Finish এ ক্লিক করব।
প্রথম বার LiClipse ওপেন করলে নিচের মত Configure Interpreter করতে বলবে।
আমরা Quick Auto-Config এ ক্লিক করলে LiClipse আমাদের জন্য সব অটোমেটিক কনফিগার করে দিবে।
এবার প্রজেক্ট এক্সপ্লোরর থেকে src এর উপর রাইট ক্লিক করে New > File এ ক্লিক করব।
এখানে আমাদের পাইথন ফাইলটির নাম দিব। যেমন hello.py
hello.py এর ভেতর আমরা আমাদের কোড লিখব। যেমন নিচের কোডটি লিখিঃ
print("Hello World!")
এবার রান করাতে হবে। রান বাটনের সাথে থাকা ড্রপডাউনে ক্লিক করব। তারপর Run As > Python Run এ ক্লিক করলে আমাদের পাইথন প্রোগ্রামটি রান হবে।

নিচে কনসোলে আমাদের আউটপুট দেখাবেঃ
Hello World!