আমি আমার মত, সবাই সবার মত

কচ্ছপ এবং খরগোসের একটা গল্প পড়েছি ছোটবেলায়। তখন কচ্ছপের মত হতে ইচ্ছে করত। কিন্তু আস্তে আস্তে বুঝলাম, আমি মানুষ। আমি কচ্ছপ এর মত হতে পারব না। পারব না খরগোসের মতও। আমি হতে পারব আমার মত।

বইতে বীরশেষ্ঠদের গল্প থাকত। ইচ্ছে করত বীরশেষ্ঠদের মত হতে। দেশের জন্য যুদ্ধ করতে ইচ্ছে করত। দেশের জন্য প্রাণ দিতে ইচ্ছে করত। কিন্তু দেশে তো যুদ্ধ সব সময় লাগে না। বড় হতে হতে বুঝলাম, নিজের জন্য কিছু করাই হচ্ছে দেশের জন্য কিছু করা। নিজের উন্নতিই দেশের উন্নতি। একজন একজন করেই দেশের সব গুলো মানুষ। একজন একজন করে সবাই ভালো করা মানেই দেশ ভালো থাকা। দেশ ভালো থাকা দেশের জন্য প্রাণ দেওয়া থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ।

ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর গল্প যখন জেনেছি, তখন হতে ইচ্ছে করত ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর মত। কত মানুষেকেই না সেবা দিয়ে সুস্থ করে তুলেছে। সেবা করতে ইচ্ছে করত। জানলাম সেবা করতে হলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর মত হতে হয় না। নিজের মত হয়েও সেবা করা যায়। চারপাশের কারো দরকারে এগিয়ে আসাই সেবা, সবচেয়ে বড় সেবা।

এমন কত গল্পই না পড়েছি। নীল আর্মস্ট্রং, থমাস আলভা এডিসন, এলান টিউরিং, আইনেস্টাইন, ডেনিশ রিসি, লিনাস টরভাল্ডস, বিল গেটস, মার্ক জাকারবার্গ, স্টিব জবস, ল্যারি পেইজ, সেগ্রেই বিন, ওয়ারেন বাফেট সহ কত শত সফল মানুষের গল্প। ইচ্ছে করত তাদের মত হতে। এখনো ইচ্ছে হয়। কিন্তু এখন জানি, আমি চাইলেই তাদের মত হতে পারব না। আমরা কেউই কারো মত হতে পারব না। আমরা চাইলে নিজের মত হতে পারব। নিজের বেস্ট ভার্সন হতে পারব।

Forrest Gump মুভিটি অনেকেই দেখে থাকবেন। ঐখানে Forrest Gump কে নিচের প্রশ্ন করা হয়ঃ Do you ever dream, Forrest, about who you’re gonna be? তার উত্তরে Forest Gump বলেঃ Aren’t i going to be me?

কত সহজেই কত কঠিন প্রশ্নের উত্তর দিল। আমরা যদি আমাদের মত না হয়, অন্য কারো মত হওয়ার চেষ্টা করি, নিজের বেস্ট ভার্সন হতে না পারি, তখন দেখব পাশের বন্ধুরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসা করে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, ডক্টর, আর্কিটেক্ট, আর্টিস্ট, এস্ট্রোনাট, অভিনেতা ইত্যাদি হয়ে যাবে। আর আমরা তখন চেষ্টা করে যাবো অন্য কারো মত হতে।

আমরা আমাদের মতই হব। কেউ কারো মত হতে পারব না। অন্য কারো সাথে প্রতিযোগিতা করে পারব না। প্রতিযোগিতা করতে পারব নিজের সাথে। একটা হাদিস আছে এমনঃ ধ্বংস তার জন্য, যার আজকের দিনটি গতকালের থেকে উত্তম হয় নি।

আমি আমার মত হই। আপনি আপনার মত হোন। সবাই সবার মত হোক। সবাই সবার বেস্ট ভার্সনে পরিণত হোক।

2 thoughts on “আমি আমার মত, সবাই সবার মত”

  1. চেষ্টা করি নিজের থেকে ভালো কিছু করার জন্য,
    আর নিজের সাথে নিজেকে তুলনা করি, কালকের আমি আর আজকের আমির সাথে।

    Reply

Leave a Reply