নিয়ম ভঙ্গ করুন

মানুষের শরীরের প্রতিটা অঙ্গ, এ পৃথিবী, মহাবিশ্ব সব কিছুই একটা নিয়ম মেনে চলে। কোন কিছুরই নিয়ম ভঙ্গ হয় না। এক মাত্র মানুষের মনই চায় সকল নিয়ম ভঙ্গ করতে, মানে না কোন বাঁধা। সকল বাধার বিপরীতে চলতে চায় মানুষের মন। আর যেখানে বাধার পরিমান বেশি মনের জোর ও শেখানে বেশি।
আপনার যা ইচ্ছে তাই করুন। নিয়মের মধ্যে আবদ্ধ থাকবেন না। যা ইচ্ছে তা বলতে আপনি আবার নিজের বিবেককে নষ্ট করবেন না। নিজের বিবেক যা বলে তাই করবেন। যদি কোন সিদ্ধান্তে না আসতে পারেন তাহলে তা নিয়ে বার বার ভাবুন। তার পর আপনার মন যদি যায় করতে করুন…

ঘাড় তেড়া বলে একটা শব্দের সাথে আমরা  পরিচিত। যারা যা বলে তাই করে তাদের ঘাড়তেড়া বলে। ঐ রকম লোকদের প্রতি আমার সন্মান সব সময়… তারাই একটি কাজ সম্পর্ন করতে পারে, একটি জিনিস আদায় করে নিতে পারে অন্যদের থেকে। আপনি যদি মিথ্যে একটা বিষয়ে ঘাড়তেড়ামি করে বসে থাকেন তাহলে আবার ঐটা মহা সমস্যা। আপনি আগে সিউর হয়ে নিন কোন বিষয়ে আপনি জোর খাটাচ্ছেন, তা কি ঠিক?

নতুন ও অসাধারন কিছু শুরু করার সময় পরিবেশ সব সময়ই বাধা দিবে, এটাই স্বাভাবিক, প্রাকৃতিক। কিন্তু যদি একটা ভালো ফলাফল আসে সবাই তখন আবার সুনাম করে। তাই যদি শুরুর বাঁধা গুলো অতিক্রম না করা, স্বাভাবিক নিয়ম গুলো যদি না ভাঙ্গা যায় তাহলে আর কোন ফলাফল আসবে না।
এ পর্যন্ত যারাই স্বাভাবিক নিয়ম গুলো ভঙ্গ করতে পেরেছে তারাই সফল হয়েছে। নিয়মের মধ্যে আবদ্ধ থাকলে কোন কিছুই করা যায় না। এটা করতে গেলে এ সমস্যা, ঐটা করতে গেলে ঐ সমস্যা। তাহলে আমি করবটা কি?? তাই যখন যা ইচ্ছে তাই করতে ইচ্ছে করে। হয়তো কিছুই হবে না, অন্তত নিজের মনকে বুঝ দেওয়া যাবে যে আমি এ কাজটা করতে পেরেছি আর কেউ করতে পারে নি…

Leave a Reply