ওয়ার্ডপ্রেস সাইটে ক্যাটেগরি ইউআরএল থেকে “Category” রিমুভ করার উপায়

ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি URL এমন থাকেঃ
http://jakir.me/category/wordpress
ইচ্ছে করলে আপনি /category/ অংশটা বাদ দিয়ে দিতে পারেন। তার জন্য .htaccess ফাইলটা এডিট করতে হবে। যে কোন FTP ক্লায়েন্ট দিয়ে আপনার সাইটে লগিন করুন তারপর আগে .htaccess ফাইলোটার আগে একটা ব্যাকয়াপ রেখে দিন। বিদ্রঃ .htaccess কোন ভুল হলে সাইট লোড হবে না।

এর পর যেকোন টেক্সট এডিটর দিয়ে ফাইলটা এডিট করে নিচের লেখাটা যোগ করে দিনঃ


RewriteRule ^category/(.+)$ http://www.yourblog.com/$1 [R=301,L]

তাহলে আর category লেখাটা দেখাবে না।

এতটুকু কষ্ট করতে না চাইলে এ প্লাগইনটা ব্যবহার করতে পারেনঃ WP No Category Base

বিদ্রঃ কাজ করার আগে আপনার সাইটের ব্যাকয়াপ নিয়ে রাখবেন।

Leave a Reply