ওয়ার্ডপ্রেসে 500 Internal Sever Error সমস্যা ও সমাধান

অনেক গুলো কারনেই 500 Internal Sever Error ঘটতে পারে। তার মধ্যে একটি হল যখন SQL database server ওয়েব সাইটকে প্রয়জনীয় মেমরী দিতে পারে না তখন 500 Internal Sever Error ঘটে। ওয়ার্ডপ্রেসে অনেক সময় দেখা যায় সাইট ওপেন হয় ঠিক আছে কিন্তু এডমিন প্যানেলে প্রবেশ করা যায় না। এডমিন প্যানেলে প্রবেশ করতে গেলে 500 Internal Sever Error দেখা দেয়।

php.ini ফাইল এডিট করে এ সমস্যা সমাধান করা যায়। যেহেতু আমরা ওয়েব হোস্টিং গুলোতে php.ini ফাইল এডিট করতে পারি না তা আমরা নিজেরা একটি php.ini ফাইল তৈরি করে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারি।

একটি টেক্সট ফাইল ওপেন করে নিচের অংশ টুকু লিখে php.ini  নামে সেভ করতে হবে।

memory=32MB

 অর্থাৎ ফাইলের নাম হবে php এবং এক্সটেনশন হবে .ini. ছোট এ অংশ টুকুই কাজে দিবে। এ অংশটুকু সার্ভারের php.ini ফাইলকে ওভাররাইট করে SQL database server কে বলবে অতিরিক্ত মেমরি দিতে। তাই মেমরি জনিত কারনে 500 Internal Sever Error সমস্যা সমাধান হয়ে যাবে।

php.ini ফাইলটি কি করবেন তাই না?

 যদি 500 Internal Sever Error এর কারনে প্রধান সাইট ই ওপেন না হয় তাহলে রুট ডিরেক্টরিতে আপলোড করতে হবে। যদি ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে ঢুকতে গেলে 500 Internal Sever Error দেখায় তাহলে wp-admin ডিরেক্টোরিতে  php.ini ফাইলটি আপলোড করতে হবে। তাহলে আশা করি সমাধান হয়ে যাবে।

Leave a Reply