ইউজার ইন্টারফেস যুক্ত PHP Framework – CodeIgniter

ছোট একটা ছেলে যখন হাটতে শিখা আরম্ভ করে, একটু সফল হলে তখন সবাই হাতে তালি দেয়। পতন হলে আবার সবাই দৌঁড়ে এসে ধরে। ব্যথা পেলে আদর করে দেয়। কোন কিছু শিখতে যাওয়া ও একই রকম। বার বার ব্যার্থ হবে। একটু খানি সফল হবে, আবার কিছুক্ষন পরই ব্যর্থ হবে। আর কোডিং শিখতে হয়তো ব্যার্থতা একটু বেশি। এসময় পরিবেশ অনেক ভালো কাজ করে। অপ্রিয় হলে ও সত্য যে, আমাদের পরিবেশ নতুন কিছু শেখার জন্য ভালো না। অনেকের অনেক মন্ত্যব্য করে শুরুতেই বাধা দেয়।

নতুন কিছু শুরু করলে তো খাইছে। আরে এটা করছ কেন, ঐটা কর নি কেন। সময় পুরোই নষ্ট করছ বসে বসে। কিছুই হবে না তোমাকে দিয়ে আরো অনেক কিছু।

আর যখন সফল হয় তখন বলে আমি জানতাম, তুমি পারবেআরে আমি তো আগেই বলছি তুই সফল হবি। ইত্যাদি ইত্যাদি।

কথা গুলো অফটপিক। কিন্তু সত্য। আমার পোস্টের সাথে মিল খাবে না। বলার কারন হচ্ছে বাস্তবতাকে একটু সরন করা। কারন আমরা যারা কম্পিউটারের সামনে বসে থাকি তাদের চারপাশ থেকে অনেক কিছুই সহ্য করতে হয়। কি, আপনার এমন কিছু সহ্য করতে হয় না? তাহলে আপনি ভাগ্যবান। ব্যতিক্রম আছে থাকবেই। এসব লেখার জন্য দুঃখিত।

মূল পোস্ট খুবি ছোট…

কয়েক দিন আগে YII  Framework দেখছিলাম যা হচ্ছে কমান্ড বেসড। কমান্ড দিতে কাজ করার মধ্যে যদি ও মজা আচ্ছে তার পর ও মনে যেন সেই আদিম যুগের কম্পিউটারে কাজ করি। কিন্তু  CodeIgniter দেখলাম ইউজার ইন্টারফেস দিয়ে কাজ করা যায়। তাই আজ ডাউনলোড দিচ্ছি। সাথে আছে অনলাইন টিউটোরিয়াল গুলো। সাইজ ও খুব ছোট। আর  CodeIgniter এর ওয়েব পেইজ এ আছে দুটি সুন্দর ভিডিও টিউটোরিয়াল। আর লিখিত ইউজার গাইড তো আছেই।

ডাউনলোড ইন্সটল ও ব্যবহারের জন্য চলে যেতে পারেনঃ http://codeigniter.com এ গিয়ে।

শিখতে থাকুন, মাঝে মাঝে আমার কোডইগনিটর শিখার অভিজ্ঞতা শেয়ার করে যাবো। সময় পেলে ও আপনি ও শেয়ার করতে ভুলবেন না।

 সবার জন্য শুভ কামনা।

7 thoughts on “ইউজার ইন্টারফেস যুক্ত PHP Framework – CodeIgniter”

    • টিউটোরিয়াল শুরু করলে আর শেষ হয় না, তাই চিন্তা করলাম শুরুই করব না… 🙂

  1. হুম ভালো জিনিস কিছু দিন ব্যবহার করছিলাম ,ভালো লাগছে ।
    অনেকেই কোডইন্টেজার ব্যবহার করে সিএমএস বানায় এবং বানাইছে ,ইচ্ছা আছে এক সময় বানানো শুরু করবো 😀 ,
    আর টিউটোরিয়াল অফ এইটা লিখা খুব কষ্ট ,যা আমি এখন ও পারি নাই 😛

    Reply
    • আমি ও দেখছি একটা ব্লগিং সিএমএস খুব সহজেই বানানো যায়। ধন্যবাদ আপনাকে… সিএমএস বানিয়ে আমাদের সাথে শেয়ার করুন…

Leave a Reply