অন্য সব হারিয়ে যাওয়া ব্লগের মত এ ব্লগটি ও হারিয়ে যাবে একদিন

যে একটি ওয়েব সাইট তৈরি করতে পারে, সে নিজের একটা ওয়েব ব্লগ খোলার চেষ্টা করে। সে দিক থেকে আমি ও করছি। তাই তো ব্লগ টি অনলাইনে প্রবেশ করতে পারছে।

কিন্তু সমস্যা হয় কিছু দিন পরে। যখন ব্লগের হোস্টীং রিনিউ বা ডোমেইন রিনিউ করতে হবে তখন। কেউ টাকার জন্য কেউ বা অনিহার কারনে ডোমেইন/হোস্টিং রিনিউ করে না। সে ক্ষেত্রে আমার ব্লগটি ও একদিন রিনিউ করার অভাবে অফলাইনে চলে যাবে। ধংশ হয়ে যাবে সব কিছু।

হয়তো বা আমি যত দিন বেঁচে থাকবো ততদিন ব্লগটি ও থাকবে। ভালোবাসি প্রযুক্তিকে। ভালোবাসি ওয়েব জগতকে। সে জন্য ব্লগ টি ও থাকবে।

কিন্তু চিন্তা করি আমি যখন মরে যাবো তখন কি হবে?

ব্লগটিকে মরতে হবেই।

আজ যেহেতু সৃষ্টি হয়েছে ধংশ ও হবে। হোক। আমি যদি খাতা কলমে কিছু লিখতাম তাহলেও ধংশ হত। এখন ও হবে। খাতা কলমে লিখলে সুন্দর ভাবে শেয়ার করা যাবে না। কেউ পড়তে আসবে না আমার লেখা, কেন ? কার এত সময় আছে আমার লেখা গুলো পড়ার? এখন দূর্ভাগ্য ক্রমে আমার সোসাল সাইট গুলো থেকে হয়তো লিঙ্ক পেয়ে একজন দুইজন আসবে পড়তে। পরে কিছুই না জানতে পেরে হতাস হয়ে চলে যাবে। যাক। তাও এক দিন বলতে পারব আমার ব্লগে দুই একজন ভিজিটর আসত।

চিন্তা করি সব কিছু সৃষ্টি নিয়ে সব কিছু ধংশ নিয়ে। কেন আসলাম? কেনই বা চলে যাবো? যারা চলে যায় তাদের মায়া গুলো কেন রেখে যায়? কেন আমরা ধংশ হয়ে যাবো??

ইচ্ছে করে পৃথিবীর বুকে চিরদিন বেঁচে থাকি। কিন্তু থাকতে পারব না। থাকার জন্য কতনা চেষ্টা করে মানুষ। কেউ সফল হয়, কেউ হারিয়ে যায় সময়ের সেই কালো গহবরে। সব অতীত হয়ে যায় ক্ষনিকের মধ্যেই।

টেক ব্লগের টেকনলজি নিয়ে লেখা উচিত। নাম দিয়েছি জাকিরের টেক ডায়েরী। প্রতিদিনই প্রযুক্তির সাথে উদয় হই আর প্রযুক্তির সাথেই অস্ত যাই। এর মধ্যে যদি শেয়ার করার মত কিছু পাই শেয়ার করব সবার সাথে। শেয়ার করব আমার পাগলামি গুলো। হয়তো কারো ভালো লাগবে, হয়তো কারো ভালো লাগবে না। আমি এ ভালো লাগা না লাগার মধ্যেই বেঁচে থাকতে চাই।

ধন্যবাদ দেওয়া ভালো, অনেকেই বলে বন্ধুত্বের মধ্যে কোন দুঃখিত বা ধন্যবাদ নেই। না, আছে খুব ভালো করেই আছে। এরকম ছোট খাট সরি, ধন্যবাদ গুলো বন্ধুত্বকে গাড় করে। আপনি হয়তো আমার খুবি পরিচিত একজন হয়ে থাকবেন, হয়তো হয়ে থাকবেন আমার একজন বন্ধু। যেই হোন না কেন, এ পাতাটা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

22 thoughts on “অন্য সব হারিয়ে যাওয়া ব্লগের মত এ ব্লগটি ও হারিয়ে যাবে একদিন”

  1. নেগেটিভ চিন্তা না করে পসিটিভে আগানোই ভালো , বন্ধ হয়ে যাবে ও নিয়ে চিন্তা করার কি দরকার। যা ভালো লাগবে তাই শেয়ার করবে টেক বিষয়ে। কারো না কারো তো পছন্দ হবে। যাই হোক কেরি অন ব্রা,,,,,

    Reply
    • মাঝে মাঝে লেখার চেষ্টা করব। সাথে থাকবেন আশা করি। 🙂

    • পাগলামি করতে পারা ভালো একটা গুন, আর পাগলামি বুঝতে পারা আরো বেশি ভালো গুন। সবাই তো আর পাগলামি বুঝেনা। সে জন্য পাগলরা ভালোই বিপদে পড়ে।
      সকল পাগলদের জন্য শুভ কামনা।

  2. হারিয়ে যাবে সবকিছুই…তারপরেও যে কয়দিন বেচে থাকি..আপনার ব্লগটি দেখতে চাই 🙂

    Reply
    • ধন্যবাদ নাসির ভাই। যা পারি লিখব। সাথে থাকবেন আশা করি। মাঝে মাঝে এসে ঢুঁ মেরে গেলেই হবে। আপনাদের ব্যস্ত সময় থেকে মন্ত্যব্য ও চাই একটা দুইটা।

  3. আপনাদের মত পাগল মানুষদেরকেই আমাদের বেশী দরকার। 🙂 নিয়মিত আপনার পাগলামী দেখতে পাবো এই আশায় রইলাম।

    Reply
  4. সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ …
    তবে মাঝে মাঝে মনে করিয়ে দিয়েন
    কারণ জানেনই তো কাজ কর্মে অনেক সময় অনেক ব্যস্ত হয়ে পড়ি তখন দুনিয়ার অনেক কিছুই ভুলে যাই … 😀

    Reply
  5. ভাই খুব কম ব্লগ পড়ি কিন্তু আপনার লেখা গুলো অনেক ভাল লাগে । কিছু মনে করবেন না একটা কথা বলি আপনাকে দেখে কিন্তু বঝা যাই না যে আপনি এক খান জিনিষ !!!

    Reply
  6. ২০১১ তে একবার পড়েছিলাম, আজ ২০১৪ এর শেষে এসে আবারো পড়ছি! ভালো লাগে আপনার লেখা, চিন্তা ভাবনা।
    উপরের মন্তব্যে মাসফি ভাই যেমন বলেছে যে আপনাকে দেখে বোঝা যায় না যে আপনি একটা জিনিস! আসলেই তাই। 😉

    Reply
  7. আপনার লিখা গুলা ভালো লাগে বলেই ছুটে আসে আপনার ব্লগে। এই লিখা গুলার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের মত হতাশাগ্রস্ত মানুষ দের অনেক উপকারে আসবে।

    Reply
  8. ধন্যবাদ আপনাকেও 🙂
    জাকিরের টেক ডায়েরী নামটা কেন ভাই?

    Reply

Leave a Reply