পাইথন Pandas

পাইথন Pandas ইন্সটল করার আগে আমাদের Anaconda ইন্সটল করতে হবে। উইন্ডোজ, লিনাক্স বা ম্যাকের জন্য ইন্সটলার রয়েছে। ইন্সটলের পরের কাজ হচ্ছে Pandas ইস্টল। pandas NumPy এর উপর নির্বরশীল। তাই Pandas ইন্সটলের আগে খেয়াল রাখতে হবে নামপাই ইন্সটল করা রয়েছে কিনা। নামপাই সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে।

Pandas ইন্সটলের বিস্তারটি ডকুমেন্ট এখানে পাওয়া যাবে।

পাইথন Pandas ইন্সটল করার জন্য নিচের কমান্ড লিখলেই ইন্সটল হবেঃ

 

conda install pandas

 

ইন্সটল করার পরের কাজ হচ্ছে ব্যবহার করা। আমরা pandas ইম্পোর্ট করেই ব্যবহার করতে পারব। যেমন সিম্পল একটা প্রোগ্রামঃ

import pandas as pd

series = pd.Series(['Sifat', 'Sohan','Sharif', 'Project 1', "Bosundhara", 9.9])
print series

এটা প্রতিটা আইটেমকে একটা লিস্টে/সিরিজে পরিণত করবে। pandas এর ডেটাস্ট্র্যাকচার সম্পর্কে এখানে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply