জীবন এবং সিদ্ধান্ত

জীবন আমাদের সব সময় দুইটা অপশন দেয়। পরের ধাপ অতিক্রম করব নাকি যেখানে রয়েছি, সেখানেই থাকব। ধাপ গুলো অতিক্রম করা সর্বদা কঠিন। একটা অংশ বলে স্ট্যাবল অবস্থায় থাকতে। একটা অংশ সব সময় সামনের দিকে তাকিয়ে থাকে। জীবনকে যারা নিজের মত করে সাজিয়েছে, তারা কি বলেছে জানেন? তারা বলেছে never settle 🙂

জীবনটা কোন প্রতিযোগিতা না। বলা যায় ছোট ছোট অনেক গুলো প্রতিযোগিতার সমষ্টি। কখননো হারব, কখনো শিখব। শিখে সামনে এগিয়ে যাবো। চেষ্টা করব নিজেকে হারিয়ে দিতে। প্রতিনিয়ত নিজেকে হারিয়ে দিতে দিতেই এক সময় নিজেকে আবিষ্কার করব সবার সামনে 🙂

1 thought on “জীবন এবং সিদ্ধান্ত”

Leave a Reply