গুগলে ফ্রী অ্যাপ – রেটিংস – কমেন্টস এবং অন্যান্য

প্লে স্টোরে অল্প কিছু অ্যাপ আপলোড করেছি। সব গুলোই ফ্রী। আর সাইজ ও মোটামুটি ১ মেগাবাইট এর মত। সাইজের কথা বলার কারণ রয়েছে। আমি বলব।

কোন একদিন খুব দরকারী একটা অ্যাপ শেয়ার করলাম আমার প্রোফাইল থেকে। অ্যাপটা তৈরি করতে কোডিং এত বেশি লাগে নি, কিন্তু আপটি আমার নিজের ও দরকার। পড়ালেখার ক্ষেত্রে। কিছুক্ষন পর গিয়ে দেখি কেউ একজন রেটিং দিয়েছিল ১. মন অনেক খারাপ হয়ে গিয়েছিল ঐদিন। কিছুদিন পর এমন কিছু দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। কেউ খারাপ মন্তব্য বা রেটিং দিলে এখন আর খারাপ লাগে না। বরং ওর প্রতি কেমন জানি করুণা হয়… কারণ গুলো বলছি।

যে অ্যাপটি ডাউনলোড করে মোবাইলে সে একটি রিভিউ দিতে পারে। আমি আশা করি না সব গুলো রিভিউ ভালো হবে। সবাই ভালো রেটিং দিবে।

তবে আশা করি যদি কেউ কোন খারাপ রেটিং দেয় তার কারণ দেখাবে। আমি আগেই বলেছি আমার অ্যাপ গুলো ফ্রী। যদি কারো খারাপ লাগে, সে রিমুভ করে দিক। তার হয়তো উপকারে আসেনি। অন্য কারো তো উপকারে আসবে।। অ্যাপ গুলো ছোট, তাই যে ইনস্টল করেছে তার এত বেশি ব্যান্ডউইথ  খরচ হয় নি।

যে কারনে এ লেখাটি লেখা, কয়েক জন আছে কোন কমেন্ট নেই রেটিংস এক দিয়ে বসে থাকে। আরে বাবা, কেন অ্যাপটা তোর খারাপ একটু বল। আমি অ্যাপটাকে আপগ্রেড করি।।  আর তাই যদি না পারিস, তাহলে রেটিং দিবি কেনো??

আরেক ধরনের লোক রয়েছে যাদের কাছে সব কিছুই খারাপ, এক মাত্র নিজে বা নিজের কোন ক্রিয়েশন ছাড়া। তাই বলা নেই কওয়া নেই, বুয়া, এটা সেটা এধরবনের মন্তব্য করে বসে। এদের কাছেও একই প্রশ্ন। ভাই, কেন অ্যাপট আপনার কাছে বুয়া মনে হয়েছে একটু জনাতে সমস্যা কি? একই কথা আপনাদের জন্যও, যদি না আপনার কাজে লাগে অ্যাপটি, ডাউনলোড করার কি দরকার ছিল?? কারণ অ্যাপটি কেমন এবং কাজ কি তার বিস্তারিত ডেস্ক্রপশনেই লেখা থাকে। বলেও লাভ কি হবে আপনাদের, আপনাদের কাছে তো সব কিছুই খারাপ…

আরেক ধরনের লোক আছে যারা সুন্দর একটা কমেন্টস করে, কিন্তু রেটিন্স দেয় ১… হয়তো না বুঝে দেয়… যাই হোক, এরা সামনে কোনদিন জানবে যে রেটিং আসলে কি। তখন হয়তো সুন্দর কমেন্ট এর পাশা পাশি সুন্দর রেটিং ও দিবে।

আর যাদের ইগো সমস্যা আছে তাদের আমার কিচ্ছু বলার নেই। তাদের সব সময়ই তা থাকবে…

যাই হোক, আমার নিজের জন্য বলছি না।। যারা অন্তত বাংলাদেশের জন্য অ্যাপ তৈরি করে, তাদের উৎসাহিত করা আমাদের কর্তব্য। বাংলা অ্যাপ যারা তৈরি করে, তাদের অ্যাপে গিয়ে যদি খারাপ মন্তব্য দিয়ে আসেন তাহলে তারা নিরুৎসাহিত হবে। এবং হয়তো অ্যাপ তৈরি করা বন্ধ করে দিবে।
তাই যদি কারো অ্যাপে সমস্যা থাকে, তাহলে খারাপ মন্তব্য করার আগে এভাবে বলুন “ অ্যাপটি ভালোই তবে এ জিনিসটা যুক্ত করলে ভালো হতো… এ অংশটা দরকার ছিল না, মনে হয় রিমুভ করে দিলে ভালো হতো… বা বলা যেতে পারে, অ্যাপটার ডিজাইনটা যদি সুন্দর হতো ব্যবহার করতে আরো ভালো হত … ইত্যাদি”… অন্তত যে অ্যাপ গুলো আপনাকে কিনতে হচ্ছে না, ফ্রী অ্যাপ গুলোতে এভাবে বলুন। যেগুলো কিনে নিচ্ছেন সেগুলোতে ভিন্ন হিসেব। আপনি টাকা দিয়ে কিনছেন তখন আপনার একটা কথা বলার সুযোগ থাকে…

যদিও বাংলাদেশে খুব কম লোকই অ্যাপ কিনে ব্যবহার করে… মনোভাবঃ পাইরেসী করে ফ্রী পেলে কিনব কেন, তাই না??

3 thoughts on “গুগলে ফ্রী অ্যাপ – রেটিংস – কমেন্টস এবং অন্যান্য”

  1. আসলেই ভাই। কোন অ্যাপ সঠিকভাবে ব্যবহার না করে, না জেনে, না বুঝে এসব ইগো সম্পন্ন লোক রেটিং কম দেয়। তারা একটুও জানে না এতে ডেভেলপারের অ্যাপ তৈরির উৎসাহ কমে যাবে। 🙁

    Reply
  2. এই ধরনের কিছু লোকের জন্য প্রোগ্রামারদের হতাশা বাড়ে | তাঁদেরকে বুঝানোর ভাষা নেই যে একটা ছুটো অ্যাপস এর পিছনে একজন ডেভেলপার এর কত দিনের অক্লান্ত পরিশ্রমের ফল তা হয় তো তাঁদেরকে বুঝানো যাবে না ।

    Reply
  3. ঠিক তাই।এরা যানেনা একটা অ্যাপ বানাতে কত কষ্ট।তাই সকলের ভলো ভাবে সমস্যা জানানো উচিত।ও কি বলছি,এরা তো মন্তব্যই করো না।

    Reply

Leave a Reply