ঐ নীল দুটি চোখ

মেয়েটির চোখ কিভবে এত সুন্দর হয় তা অভির মাথায় ঢুকে না। ঐ চোখ দুটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না।

থিওরী অব রিলেটিভিটি আবিষ্কৃত হয়েছে সময় কিভাবে আটকিয়ে রাখা যায় তা কেন আবিষ্কৃত হয়নি তাও অভির মাথায় ঢুকে না।

মেয়েটিও কেমন জানি। ওর দিকে তাকালেই লজ্জা পায়। এত লজ্জা পাওয়ার কি আছে, অভি প্রায় সময়ই বলে, আমি আর তুমি। আর কে কি বলছে তাতে আমাদের কি?
মেয়েটির চোখ দুটিও কেমন জানি অন্য রকম। নীল। অন্য কারো চোখের সাথে মিলে না। এত সুন্দর। মেয়েটি বিরক্ত হয়, বলে শুননা… অভি শুনে সব শুনে। শুনতে শুনতে ঐ দু চোখের দিকে তাকিয়ে অন্য কোথায় ও হারিয়ে যায়…

2 thoughts on “ঐ নীল দুটি চোখ”

Leave a Reply